শিরোনাম
১ মার্চ, ২০২৩ ২০:৪৬

এসএ আপনের ধোকা (ভিডিও)

অনলাইন ডেস্ক

এসএ আপনের ধোকা (ভিডিও)

প্রযোজনা প্রতিষ্ঠান নাঈম মিউজিকের ব্যানারে মুক্তি পেয়েছে কণ্ঠশিল্পী এসএ আপনের নতুন গান ধোকা। গানের কথা লিখেছেন সিনথিয়া ইসলাম সিমি। সুর করেছেন জামি উল হাসান এবং এসএ আপন। জামি উল হাসানের সংগীতায়োজনে বিরহধর্মী গানটিতে ওঠে এসেছে প্রেমিক মনের হাহাকারের গল্প।

নতুন গান প্রসঙ্গে এসএ আপন বলেন, এই গানটি তরুণদের জন্য তৈরি হয়েছে। সাধারণত আমার কণ্ঠে শ্রোতারা যে ধরনের গান পছন্দ করেন, এই গান সেরকমই একটি গান।

গানটির চিত্রগ্রহণ করেছেন পলাশ খান, ভিডিও পরিচালনা ও সম্পাদনা করেছেন মোকতার হোসাইন। একই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এসএ আপনের আরো একাধিক গান মুক্তির অপেক্ষায় রয়েছে বলে জানান শিল্পী।

ভিডিও লিংক : https://youtu.be/9DlOFYdxCx0

বিডি প্রতিদিন/এমআই

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর