১৩ এপ্রিল, ২০২৩ ১৫:৪৬

নতুন পরিচয়ে প্রিয়মনি

অনলাইন প্রতিবেদক

নতুন পরিচয়ে প্রিয়মনি

চিত্রনায়িকা প্রিয়মনি

প্রিয়মনি। এরই মধ্যে সিনেমায় অভিনয় করে নিজেকে জানান দিয়েছেন তিনি। নতুন খবর হলো এবার আরও একটি নতুন পরিচয়ে আসছেন তিনি। প্রথমবারের মতো টিভি অনুষ্ঠান উপস্থাপনা করলেন প্রিয়মনি। 

জানা গেছে, বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ঈদের ‘ছায়াছন্দ’ সঞ্চালনা করেছেন তিনি। গত ১১ এপ্রিল বিটিভির রামপুরা কেন্দ্রে অনুষ্ঠানটির দৃশ্য ধারণের কাজ সম্পন্ন হয়েছে।

প্রিয়মনি জানান, ছোটবেলায় ছায়াছন্দ ছিলো আমার প্রিয় অনুষ্ঠান। ঈদের সময় প্রচারিত হওয়া ছায়াছন্দ দেখার সময় নাওয়া খাওয়া ভুলে যেতাম। তখন লোড-শেডিং হতো প্রচুর। ছায়াছন্দ দেখার সময় বিদ্যুৎ চলে গেলে মনটাই খারাপ হয়ে যেত। এর আগে কখনও উপস্থাপনা করিনি। এবারই প্রথম উপস্থাপনা করলাম। তাও পছন্দের একটি অনুষ্ঠানের- ভাবতেই ভালো লাগছে।

নিয়মিত উপস্থাপনা করবেন কি-না জানতে চাইলে প্রিয়মনি বলেন, আমি অভিনয়ে ফোকাসড। যদি বিশেষ কোনও আয়োজনে সঞ্চালনার সুযোগ আসে তাহলে ভেবে দেখব। 

উল্লেখ্য, প্রিয়মনি অভিনীত অনন্য মামুন পরিচালিত ‘কসাই’ মুক্তি পেয়েছে। রাজু আলীমের পরিচালনায় ‘ভালোবাসার প্রজাপতি’ ছবিতেও অভিনয় করেছেন তিনি। ছবিটি মুক্তির অপেক্ষায় আছে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর