আবারও ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির সবাইকে খানিকটা ভড়কে দিয়েছেন। তার ভক্ত ও খোঁজ খবর রাখা লোকজন পড়ে গেছেন একটা সত্য-মিথ্যার ধন্ধে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক তরুণীর সাথে কয়েকটি ছবি পোস্ট করেছেন সালমান। মঙ্গলবার ভেরিফায়েড ফেসবুক পেজে ছবির সাথে তিনি লিখেও দিয়েছেন, ‘আমার প্রিয় স্ত্রী, আমার বাকি জীবনের সঙ্গী।’ তারিখও জুড়ে দিয়েছেন, ৩০ এপ্রিল ২০২৩।
নিশ্চিত করে বলা এই ফেসবুক পোস্ট নিয়েও তৈরি হয়েছে অনিশ্চিয়তা। কারণ, নানা কারণে আলোচনায় থাকা এই ইউটিউবার আগেও মানুষকে মাঝেমধ্যে ‘বোকা’ বানিয়েছেন।স্ত্রীর ছবি প্রকাশ করলেও নাম, পরিচয় কিছুই জানাননি এই অভিনেতা। গণমাধ্যমও এ বিষয়ে তার কাছ থেকে এখন পর্যন্ত কোনো বক্তব্য পায়নি। ফলে অনেকেই বুঝতে পারছেন না এটা আদৌ সত্য কিনা।
এরমধ্যেই বিয়ের খবরে সালমান মুক্তাদিরকে শুভেচ্ছা জানিয়েছেন আরিফিন শুভ, পরীমনি, প্রভা, সুনেরাহ বিনতে কামাল, তানজিয়া মিথিলা, নিশাত প্রিয়ম, জেফার, পুতুল, প্রীতম হাসান, শামীম হাসানসহ শোবিজ অঙ্গনের অনেকে।
দুই মিলিয়ে ধোঁয়াশাটা তবুও কাটছে না। অনেকেই বুঝতে পারছেন না সত্যিই কী সালমান মুক্তাদির বিয়ে করেছেন নাকি এটাও কোনো প্রচারণা কিংবা প্রাঙ্ক।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ