১৩ মে, ২০২৩ ১৭:৩৬

এবার বেবি বাম্পের ছবি দিলেন ইলিয়ানা, পিতৃপরিচয় নিয়ে ধোঁয়াশা

অনলাইন ডেস্ক

এবার বেবি বাম্পের ছবি দিলেন ইলিয়ানা, পিতৃপরিচয় নিয়ে ধোঁয়াশা

মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ। গত মাসেই অনুরাগীদের এ সুখবর দিয়েছেন তিনি। এবার বেবি বাম্পের ছবি শেয়ার করলেন। ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন ইলিয়ানা। কালো রঙের বডি হাগিং ওয়ানপিস স্পষ্ট তার বেবি বাম্প। ছবিগুলো পোস্ট করে তিনি লিখেছেন, ‘বাম্প অ্যালার্ট!!’

এই পোস্টে অভিনেত্রী শুভেচ্ছা ও ভালোবাসার ভাসিয়েছেন ভক্ত-অনুরাগী, নেটিজেনরা। তবে নেটিজেনদের একাংশ আবারও অভিনেত্রীর অনাগত সন্তানের পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন করেছেন। 

এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এক ভক্ত লিখেছেন, ‘সবই বুঝলাম। কিন্তু সন্তানের বাবার নাম কবে জানতে পারব?’ আরেকজন লিখেছেনন, ‘মিষ্টি আর উজ্জ্বল। ছবিগুলো আমার দিনটা ভালো করে দিল।’

বেশ কিছুদিন গুঞ্জন উঠেছিল ইলিয়ানা আগে ক্যাটরিনা কাইফের ভাই সেবাস্টিয়ান লরেন্ট মিশেলকে ডেট করছেন। তবে তারা কেউই এই খবরের সত্যতা স্বীকার বা অস্বীকার করেননি।

গত বছর ক্যাটরিনার জন্মদিনের অন্তরঙ্গ পার্টিতে মালদ্বীতে অভিনেত্রীড় বন্ধু ও পরিবারের সঙ্গে হাজির ছিলেন ইলিয়ানাও। এমনকী ভিকি-ক্যাটরিনার বিয়েতেও গিয়েছিলেন। এমনকী করণ জোহরও তার শো ‘কফি উইথ করণ’-এ এই সম্পর্কের ইঙ্গিত দিয়েছিলেন। ক্যাটরিনার ভাই লন্ডনে থাকেন, পেশায় মডেল।

এর আগে দীর্ঘদিন অস্ট্রোলিয়ান ফটোগ্রাফার অ্যান্ড্রু নীবোনের সঙ্গে সম্পর্ক ছিলেন ইলিয়ানা। এমনকি তাদের গোপন বিয়ের খবরও রটেছিল। এরপর ২০১৯ সালে দীর্ঘদিনের সেই সম্পর্কে ইতি টানেন তিনি।

বিডি-প্রতিদিন/শফিক

View this post on Instagram

A post shared by Ileana D'Cruz (@ileana_official)

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর