২৪ মে, ২০২৩ ১৭:০৯

প্রশংসায় ভাসছে পলাশ, জীবন ও শিমুল অভিনীত ‘প্রবাসী-২’

অনলাইন ডেস্ক

প্রশংসায় ভাসছে পলাশ, জীবন ও শিমুল অভিনীত ‘প্রবাসী-২’

প্রবাসীদের বাস্তব জীবনের তিনটি বিশেষ মুহূর্ত নিয়ে নির্মিত হয়েছে ‘প্রবাসী-২’। মাত্র ৩ মিনিট ৫০ সেকেন্ডের এই শর্টফিল্মটি দেশের বাইরে থাকা সকল প্রবাসীসহ সবার প্রশংসা কুড়াচ্ছে। স্টার লাইন ফুড প্রোডাক্টস লিমিডেটের প্রযোজনায় নির্মিত হয়েছে নন্দিত এই শর্ট ফিল্মটি।

প্রবাসীদের জীবনের অপ্রকাশিত সুখ-দুঃখ, হাসি-কান্না আর বিশেষ মুহূর্তগুলো ফুটে উঠেছে চমৎকারভাবে এর গল্পে। এ প্রসঙ্গে অভিনেতা জিয়াউল হক পলাশ বলেন, ‘প্রবাসী ভাই-বোনদের প্রতি আমার আবেগের জায়গাটা সবসময়ই আলাদা। বিভিন্ন দেশে ঘুরে বেড়ানোর সুবাধে তাদেরকে কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে। কতটা কষ্টে তারা জীবন কাটান সেটা কাছ থেকে না দেখলে বোঝা যাবে না।’

স্টার লাইন ফুড প্রোডাক্টস লিমিটেডের পরিচালক মাঈন উদ্দিন বলেন, সারাদেশের লাখ লাখ প্রবাসীর কষ্টার্জিত আয়ে পুরো দেশ সমৃদ্ধ হয়ে উঠেছে। সমগ্র দেশের সবার প্রিয় প্রতিষ্ঠান স্টার লাইন গ্রুপ সব সময় মানুষের শ্রমের প্রতি শ্রদ্ধাশীল। সেই শ্রদ্ধা থেকেই প্রবাসীদের জীবনের বাস্তবতা নিয়ে ‘প্রবাসী-১’ ও প্রবাসী-২’ শর্টফিল্ম তৈরিতে উদ্বুদ্ধ হয়েছি।

উল্লেখ্য,গত ৩০ এপ্রিল স্টারলাইন ফুড প্রোডাক্টের ফেসবুক পেইজে শর্টফিল্মটি মুক্তির পর থেকে লাখো ভিউয়ের পাশাপাশি শেয়ার ও ইতিবাচক মন্তব্য করে দর্শকেরা ছড়িয়ে দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ, শিমুল শর্মা ও শরাফ আহমেদ জীবনসহ আরও অনেকে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর