এবার ত্রাণ নিয়ে বানভাসি মানুষদের কাছে নিজেই ছুটে গেলেন ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা বুবলী। জানা গেছে, বৃহস্পতিবার ভোরে ত্রাণ ভর্তি পিকআপ নিয়ে এই তারকা ছুটে যান নোয়াখালীর বন্যা কবলিত প্রত্যন্ত অঞ্চলে। জেলার সেনবাগ, বাংলাবাজার, চাটখিল, বেগমগঞ্জ, সোনাইমুড়ি ও ছাতারপাইয়াসহ বেশ কিছু এলাকায় নৌকাযোগে ত্রাণ বিতরণ করেন বুবলী।
চলতি আগস্টে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার শুরু থেকেই বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসেন এই তারকা। বুবলী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘বন্যার শুরু থেকেই চেষ্টা করেছি নিজের সাধ্যমত বন্যার্ত মানুষের পাশে থাকতে। এই কয়দিন ঢাকা থেকে সাপোর্ট দিলেও পরিকল্পনা ছিলো বানভাসিদের পাশে স্বশরীরে দাঁড়ানোর। যেহেতু বন্যার পানিতে যোগাযোগ ব্যবস্থা নাজুক ছিলো, তাই একটু অপেক্ষায় ছিলাম। আজকে পরিকল্পনা অনুযায়ী নোয়াখালীর অনেক প্রত্যন্ত এলাকায় গিয়েছি। যেখানে সবাই ভীষণ কষ্টে আছেন। চেষ্টা করেছি নিজের সাধ্যমত তাদের পাশে থাকার।’
ত্রাণ বিতরণ শেষে ঢাকার পথে রওনা দেওয়া এই নায়িকা আরও বলেন, ‘খেয়াল করবেন- বন্যার্তদের কাছে ছুটে যাওয়ার কিছু ছবি আমি ইচ্ছে করেই ফেসবুকে শেয়ার করেছি। যাতে আমাকে দেখে অন্যরা উৎসাহিত হন। অনেকে অনেক কথা বলতে পারেন যে, শো অফের জন্য। কিন্তু আসলে তা নয়। আমি চেষ্টা করেছি একটা ভালো কাজ সবার সাথে শেয়ার করতে, যা দেখে যেন আরও অনেকে উৎসাহিত হয়। এই মুহূর্তে মানুষগুলোর পাশে দাঁড়ানো সবচেয়ে বেশি জরুরি।’
বিডি-প্রতিদিন/শফিক