মৌসুমী ভৌমিকের ‘আমি শুনেছি সেদিন’ গানটি কালকে অতিক্রম করে গেছে বহু আগেই। সেই গানটি অনেকেই ভারতের আরেক জনপ্রিয় সঙ্গীত শিল্পী অরিজিৎ সিংয়ের কণ্ঠে শুনতে চাইতেই পারেন। যদিও বাস্তবে তেমনটা এখনো ঘটেনি। অরিজিৎ গাননি আমি শুনেছি সেদিন। তবে গেয়েছে ‘এআই অরিজিৎ’। আর কৃত্রিম বুদ্ধিমত্তার কণ্ঠে নিজের গান শুনে নাকি ‘বমি’ পেয়েছে মৌসুমী ভৌমিকেরই।
মৌসুমী একটি ভিডিওতে সামাজিক মাধ্যমে এই অরিজিতের কণ্ঠে তাঁর গান ‘আমি শুনেছি সেদিন’ নিয়ে কথা বলেছেন।
গানটি শুনে মৌসুমী লেখেন, “আমার মনে হয় কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো এই গান। এই মাত্র পুরো গানটা শুনলাম। এখন বমি বমি পাচ্ছে। আমি আসলেই একেবারে পিছিয়ে পড়ছি।” শিল্পীর পোস্টের মন্তব্য বিভাগে নেটাগরিকেরাও নানা মন্তব্য করেন। কেউ লেখেন, “এই গান এতটাই কাছের যে, যত্রতত্র শুনতে ভাল লাগে না।”
উল্লেখ্য, আরজি কর-কাণ্ড নিয়ে উত্তাল রাজ্য। আলোচনায় উঠে এসেছেন অরিজিৎ সিংহ। মানুষ প্রশ্ন তুলেছে, কেন শিল্পী কোনও মন্তব্য করছেন না? অবশেষে ফ্যানপেজ থেকে লাইভ করেন অরিজিৎ। সেখানেই নির্যাতিতার বিচারের দাবিতে একটি গান বাঁধেন। অরিজিতের গান ‘আর কবে’এখন লোকের মুখে মুখে। বলা ভাল, অরিজিতের এই গানের মাধ্যমেই আন্দোলন যেন নতুন কণ্ঠ খুঁজে পেয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল