২০১১ সালে বিয়ের পিঁড়িতে বসেন ইমরান খান ও অবন্তিকা মালিক। বিয়ের আট বছর পর ২০১৯ সালে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তারা। সম্প্রতি অবন্তিকা ডিভোর্সের সময়ে যে মানসিক অশান্তিতে ভুগেছিলেন, সেই বিষয়ে মুখ খোলেন। একটি রহস্যময় পোস্টে তিনি জানান, ২০১৯ সাল তার জীবন কতটা কষ্টে কেটেছে।
পোস্টে ইমরানের স্ত্রী অবন্তিকা লেখেন, ‘সত্যিটা হলো, আমরা যতগুলো দিন এই পৃথিবীতে আছি, সেটি হয়তো খুব বেশি নয়। তাই যদি আগামীকাল আবারও জেগে ওঠার সুযোগ থাকে, তাহলে সব ভুলে উঠে দাঁড়ান।’
পোস্টের ক্যাপশনে অবন্তিকা ২০১৯ সালে শেষবার দেখা কয়েকজন বন্ধুর সঙ্গে পুনরায় দেখা হওয়ার কথাও লেখেন।
তিনি লেখেন, তারা শেষবার আমাকে ২০১৯ সালে দেখেছিল। যে বছরটা আমার জন্য ছিল খুবই কষ্টের। তারপর তারা আবার এখন আমাকে দেখছে। তারা দু’জনে একটাই কথা বলেছিল। অবশেষে তারা আমাকে সেই আগের মতো দেখতে পাচ্ছেন। আমি নিজেও জানি তারা হয়তো সত্যি কথাই বলছেন।
অবন্তিকা জানান, তিনি তার বন্ধুদের থেকে যে প্রতিক্রিয়া পেয়েছিলেন, সেটির সঙ্গে তিনি এতমত। তবে, সব খারাপের মধ্যেও তিনি আশা ছাড়েননি। বলেন, অন্ধকারতম সময়ে আমি নিজেকে মনে করিয়ে দিয়েছিলাম যে আমি যা করছি তার মধ্যে দিয়ে যদি আমার মধ্যে থাকা ভালোবাসা প্রকাশ পায়, তবে... সেটি আমার জীবনের জন্য ভালো।
ইমরান খান ও অবন্তিকা মালিক ছোটবেলা থেকেই একে অন্যকে চেনেন। ২০১১ সালে একেবারে জমজমাট অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে হয় তাদের। এরপর ২০১৯ সালে বিবাহ বিচ্ছেদ। মেয়ে ইমারার দায়িত্ব অবশ্য দু’জনেরই। একসঙ্গে বড় করছেন মেয়েকে। ইমরান বর্তমানে অভিনেত্রী লেখা ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কে রয়েছেন বলে গুঞ্জন রয়েছে।
বিডি প্রতিদিন/কেএ