বলিউডের দুই তারকা সঙ্গীতশিল্পী সোনু নিগাম এবং এ আর রহমানের মধ্যে গান নিয়ে সৃষ্টি হয়েছে মতবিরোধ। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সোনু নিগাম ‘যুবরাজ’ সিনেমার গানগুলোকে উদাহরণ দিয়ে এ আর রহমানের কিছু সুরের মান নিয়ে প্রশ্ন তুলেছেন।
তিনি বলেছেন, ‘যুবরাজ’ সিনেমার জন্য তিনি এবং এ আর রহমান একসঙ্গে কাজ করেছিলেন, কিন্তু সিনেমার সব গানই তিনি ভালো মানের বলে মনে করেন না। সোনু নিগাম আরও বলেছেন, তিনি মিথ্যা কথা বলতে পারবেন না এবং তিনি কোনো খারাপ গানের প্রশংসা করতে পারবেন না।
এই মন্তব্যের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। অনেকেই সোনু নিগামের এই মন্তব্যকে সমর্থন করেছেন আবার অনেকেই বিরোধিতা করেছেন।
সোনু নিগাম এ আর রহমানের প্রতি শ্রদ্ধা প্রকাশ করে বলেন, রহমান নিজের কাজকে খুব গুরুত্ব দেন এবং তিনি কাউকে তার খুব ঘনিষ্ঠ করতে চান না।
সাক্ষাৎকারে সোনু আরও বলেন,‘যুবরাজ’ সিনেমার জন্য রচিত ‘জয়হো’ গানটি সিনেমায় ব্যবহার না হয়ে ‘স্লামডগ মিলিয়েনিয়র’ সিনেমায় ব্যবহৃত হয় এবং এই গানের জন্য রহমান অস্কার জিতে নেন।
সোনু নিগামের এই মন্তব্য বলিউডের সংগীত জগতে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে।
বিডি প্রতিদিন/আশিক