'মায়া' আর 'মানছু' চরিত্রে কে কে অভিনয় করছে... কিংবা এই দুই চরিত্রকে নিয়ে বানানো সিনেমার নাম কি... এই প্রশ্নবাণে আমার ম্যাসেঞ্জার জর্জরিত... সবাইকে আলাদা করে উত্তর দেয়াটাও আমার জন্য একটু কষ্টকর... কাজেই এখানেই জানাই... সবাই জানুক...
ফেব্রুয়ারি'র প্রথম সপ্তাহেই ইনশাআল্লাহ ঘোষণা দিয়ে সবকিছু জানাবো... সবকিছু গুছিয়ে নিতে একটু সময় লাগছে বলেই এই বিলম্ব... সময় লাগছে কারণ ভিন্ন কিছু পরিকল্পনা করছি এবার... এই ভিন্নতা শুধু কথার কথার ভিন্নতা না... সেটা চলচ্চিত্রের ঘোষণার দিনই বুঝতে পারবেন...
বাংলাদেশের চলচ্চিত্রের জয় হোক...।
(ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/২৪ জানুয়ারি, ২০১৮/ফারজানা