রুহুল কবীর রিজভী বলেছেন, খালেদা জিয়াকে ছাড়া নির্বাচন নয়। তার সাথে আমিও একমত। খালেদা জিয়াবিহীন এবং বিএনপি ছাড়া নির্বাচনটা ঠিক জমবে না।
কিন্তু জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়া যদি সত্যি সত্যিই দোষী সাব্যস্ত হন, তাহলে আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থেই হয়তো তাকে সাজা পেতে হবে। না কি, আইনের শাসন শুধু অন্যের বেলায়, নিজের বেলায় ‘তালগাছ’ আমার!
বিএনপির নেতারা নিয়মিতই আইনের শাসন নিয়ে প্রচুর বক্তব্য দিয়ে থাকেন। সেসব যে নিতান্তই ফাঁকা বুলি নয়, এবার তাদের সেটা প্রমাণ করার পালা।
পুনশ্চ: আইনজ্ঞদের কাছ থেকে জানলাম, দশ বছর ধরে চলতে থাকা খালেদা জিয়ার এই দুর্নীতি মামলার প্রসিডিংস বিশ্লেষণ করলে বোঝা যায়, পশ্চিমা দেশ হলে বহু আগেই হয়তো তার সাজা হয়ে যেত। শুধু বাংলাদেশ বলেই একজন সাবেক প্রধানমন্ত্রীকে সম্মান দেখানো হয়েছে। তার অসংখ্য হাস্যকর যুক্তি দেখিয়ে বার বার মামলা পেছানোর আবদার সহনশীলতার সাথে দেখা হয়েছে। আইনের প্রতি ন্যূনতম শ্রদ্ধা দেখানোর কোনো প্রবণতা খালেদা জিয়া এবং বিএনপির আছে বলে মনে হচ্ছে না।
(ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/২৭ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম