যোগ দিলাম হলদিয়ায় 'বিশ্ব বাংলা কবিতা উৎসবে'। পশ্চিমবঙ্গের হলদিয়া 'নলেজসিটি'তে সুবিশাল আয়োজন। বোধকরি বাংলা ভাষার এটিই সর্ববৃহৎ সাহিত্য উৎসব। সূচনা হয়েছিল ২০০২ সালে। সেই সূচনাবর্ষে যোগ দিয়েছিলাম। আর এবার ২০১৮-তে। উৎসব কমিটির প্রাণকন্যা-সভাপতি এখন প্রয়াত।
তিনি কবি তমালিকা পন্ডাশেঠ (জন্ম ৬ আগস্ট, ১৯৫৬, দেহাবসান ২৯ মে, ২০১৬)। সেবার তমালিকা'দি ছিলেন, এবার নেই। প্রধানত তাকে শ্রদ্ধা জানাতেই এবারের আগমন। চোখে জল নিয়ে হলদিয়া শহরে প্রবেশ করেছিলাম।
উৎসবকাল ২৭-২৮-২৯ জানুয়ারি। উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল কবি কেশরীনাথ ত্রিপাঠী। স্বাগতবক্তা প্রধান পৃষ্ঠপোষক ড. লক্ষণ শেঠ।
উদ্বোধনের আগে একটি মায়াযুক্ত পর্ব। কবি তমালিকা পন্ডাশেঠের পূর্ণাঙ্গ আবক্ষমূর্তিতে শ্রদ্ধা নিবেদন। আনুষ্ঠানিকতার আগে আমি একাকী, একান্তে। বৈঠক সাবেক এমপি ও উৎসব-পুরুষ ড. লক্ষণ শেঠসহ। পেছনে সহযোগী আশিস লাহিড়ী, কবি-সাংবাদিক আশিস মিশ্র।
কবিতা পড়ছি উৎসবের প্রধান মঞ্চে। হলদিয়া উৎসবে আছি ২৯ জানুয়ারি অবধি। ভীষণ প্রাণরাঙানো আয়োজন। প্রায় ৫০০ কবি-সংস্কৃতিসেবীর সমাবেশ। সভাপতি নলিনী বেরা, সম্পাদক শ্যামলকান্তি দাশ, উদ্যোক্তাবৃন্দ নমস্য।
(লেখকের ফেসবুক পেইজ থেকে নেওয়া)
বিডি প্রতিদিন/২৮ জানুয়ারি ২০১৮/আরাফাত