সেবাখাত থেকে সেবা দিয়ে সন্তুষ্টি ১০০ ভাগ নিশ্চিত করা কখনোই সম্ভব নয়।
মজাটা যদিও অন্য জায়গায়, কোথাও কোথাও এক সেবাখাতের সেবাদানকারীরা বিষোদগার করে বসেন অন্য সেবাখাতদারীদের নিয়ে।
কারণ যদিও প্রকৃত অর্থে একদিকে আক্রমন করার মত গুরুত্ববহ কিছুইনা; শুধু সন্মানিত জনসাধারণকে সেটা গেলানো সহজ হয়ে যায়..!
আরেকজনের জুতো জোড়া নিজের পায়ে লাগানোর আগে কোনোভাবেই অনুধাবন করা সম্ভব নয়; সমস্যা প্রকৃত অর্থে কোথায়!
যত দোষ নন্দ ঘোষ আসলে সেই কানা ব্যাটারই.....
লেখক: সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ডেমরা জোন)।
(লেখকের ফেসবুক পেজ থেকে সংগৃহীত)
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর