রিকশাওয়ালাকে কম ভাড়া দিলেন সমস্যা নেই! তার দাবি রয়ে গেলে হিসাবের দিন কিন্তু আটকে যাবেন! তার দাবি পুরা করতে তাকে আর দুনিয়াতে নাও পেতে পারেন। এটার সম্ভাবনাই বেশি।
ভাড়ার চেয়ে একটু বেশি টাকাই দিন সদকার নিয়তে। দান করলে বাড়ে তো! নেকিও পাবেন ইনশাআল্লাহ! আল্লাহও সন্তুষ্ট হবেন ইনশাআল্লাহ! কাজটা ছোট কিন্তু বদলা অনেক বেশি। আসুন বুদ্ধিমান হই।
(ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/৩১ জানুয়ারি ২০১৮/আরাফাত