আইএমএফ বলেছে, বাংলাদেশের ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ ব্যাংকের আরো কঠোর ভূমিকা গ্রহণ করা উচিৎ।
আমি সাধারণত আইএমএফের বক্তব্যের সাথে একমত হই না। তবে আজ যে কথাটি বলেছে, তার সাথে শতভাগ একমত হয়েছি। বাংলাদেশের ব্যাংকিং খাতকে সুস্থিত করতে বাংলাদেশ ব্যাংকের কঠোর অবস্থানে যেতেই হবে, একথা অনস্বীকার্য। এবং এর কোনো বিকল্প নেই।
সাম্প্রতিক কালে ব্যাংকিং সেক্টরকে ঘিরে যেসব দুর্নীতি হয়েছে তার জন্য দায়ী অপরাধীদের বিচার করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। এই দুর্নীতিবাজরা যে কেবল জনগণের টাকা চুরি করেছে তাই নয়, তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও বিশ্বাসঘাতকতা করেছে।
(ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন