বাংলা চলচ্চিত্রের অন্যতম শক্তিমানী অভিনেত্রী রোজী’র মৃত্যুবার্ষিকী ছিল গতকাল শুক্রবার। অভিনেত্রীর পাশাপাশি পরিচালকও ছিলেন তিনি। কিন্তু বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি রোজীকে মনে রাখেননি বলে ফেসবুকে দাবি করেছেন তার স্বামী পরিচালক মালেক আফসারী। এ সংশ্লিষ্ট আরও বেশ কয়েকটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। যেখানে মালেক আফসারীর ক্ষোভ প্রকাশ পেয়েছে।
তিনি আরও লিখেন, শিল্পী সমিতি রোজীকে ভুলে গেছে। তবে তোমরা নায়ক রাজ রাজ্জাককে ভুলতে পারবে না যতক্ষণ রাজ পরিবারে দুটি ভোট আছে।
রোজী বিএনপিকে সাপোর্ট করত, সমস্যা কী? প্রশ্ন রেখে মালেক আফসারী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে রোজীর বেশ পুরনো একটি ছবিও ফেসবুকে আপলোড করেছেন।
বিডি প্রতিদিন/১০ মার্চ ২০১৮/এনায়েত করিম