আমি ২০০৮ সালে মিস বাংলাদেশ খেতাব অর্জন করি। অনেক কিছু দেখেছি এবং অনেক কিছুর মধ্য দিয়ে যেতে হয়েছে। কিন্তু যে পরিমাণ কষ্ট করেছি অর্জন তার চেয়েও বেশি। আমার পরিবার ভেবেছিল তাদের মেয়ের জীবনটা নষ্ট হতে চলেছে। সে মাদকাসক্ত হয়ে পড়বে, পড়াশুনা ছেড়ে দেবে।
একজন তো বলেই দিয়েছিলেন, 'তুমি বেশিদূর যেতে পারবে না যদি গডফাদার না থাকে। তোমার এমন কাউকে দরকার যে তোমাকে সহযোগিতা করবে।' আমি উত্তর দিয়েছিলাম, 'কেমন হবে যদি আমিই আমার গডফাদার হয়ে যাই?' তিনি চুপ হয়ে গিয়েছিলেন। পরে বললেন, 'তুমি কতদূর যেতে পার এবং গন্তব্য কোথায় হয় তা আমি দেখব।'
আজ আমি নিজের দেশের প্রতিষ্ঠিত মডেল এবং দেশের বাইরেও, আমি আইনজীবী এবং উদ্যোক্তাও।
এবং হ্যাঁ ১০ বছর হয়ে গেছে, এখনো আমার যাত্রা অব্যাহত আছে... আলহামদুলিল্লাহ।
(ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/২৭ মার্চ, ২০১৮/ফারজানা