আমরা অনেক আত্মস্বীকৃত স্বশিক্ষিত ও সুশিক্ষিত লোকজন ছোট ছোট সংগঠন চালাতে গিয়ে, যে হারে পদ ও পদবী নিয়ে কাঁদা ছোঁড়াছুঁড়িতে লিপ্ত হই তাতে আর যাই হোক আমাদের ওই সুন্দর মুখ দিয়ে বৃহৎ রাজনৈতিক দল নিয়ে সমালোচনা সম্পূর্ণ বেমানান!!
এত ছোট ছোট ক্ষেত্রে নিজেদের সংবরণ যারা করতে না পারছেন, তাঁরা বৃহত্তর পর্যায়ে গেলে কত সমৃদ্ধি যে সাধণ করিতেন; তাহা সহজেই অনুমেয়...
তাই আসুন নিজেদের তথাকথিত অর্জন তথা শিক্ষা নিয়ে আগে নিজেদের সমালোচনা করতে শিখি! ক্ষুদ্র সংগঠন তথা প্রতিষ্ঠানের পদ,পদবী নিয়ে যারা আমরা লোভ সংবরণ করতে পারিনা, তাদের মুখে বৃহৎ রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ নিয়ে কটু কথা একেবারেই বেমানান!!
মহাশয় তাঁরা আপনার মত ছোট্ট পরিসরে সংকীর্ণতা নিয়ে কাজ করেন না, তাদের সমালোচনা তো খুব করেন, নিজের দিকে আঙ্গুল তুলবেন কবে, কখন?
(বি:নো: আমার দেখা কয়েকটি সংগঠনের সুশিক্ষিত সদস্যদের নীচতা, হীনতা দেখে আজ মধ্যরাতে এই উপলব্ধি.....আসুন নিজের আঙুল পরিস্কার করি, তারপর না হয় অন্যের দিকে আঙুল তুলি!!)
লেখক: সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ডেমরা জোন)
(লেখকের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর