যে মানুষটাকে দেখতাম প্রতিদিন, প্রতিক্ষন...চেতনায়, আদর্শে, অনুভবে..
আজ সেই মানুষটা দেয়ালের ছবি হয়ে গেছে...
৫টা বছর পার হয়ে গেল...
আর দেখা হয় না তাঁকে...
কি যে কষ্ট, কি যে বেদনা, কি যে অভাব...
যাঁর দেখানো পথে হেঁটে চলি,আর খুঁজি সেই মানুষটাকে।
জানি, আর কোনদিনই দেখবোনা তাঁকে,
কিন্তু দেখতে খুব ইচ্ছে হয়...
আপনি নেই, সাথে আছে শুধু আপনার আশীর্বাদটুকু...
চোখ দুটো ভিজে ওঠে আপনার কথা মনে হলেই...
যেখানেই থাকুন, ভালো থাকুন....
শ্রদ্ধা........
স্বর্গীয় পীযূষ কান্তি সাহা....
আমার জামাইবাবু, আমার ঈশ্বর...
(ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/৩০ মার্চ, ২০১৮/ফারজানা