ভাই/বোন/আংকেল/আন্টি/ভাইগ্না/ভাগনি...
আপনি যে-ই হোন না কেন- আমার একাউন্ট হ্যাক করে আপনি গোপন কিছুই পাবেন না বিশ্বাস করেন।
আমি খুবই কাঠখোট্টা একজন মানুষ। কঠিন হৃদয়েরও বটে। ইনবক্সে আলাপ জমানোর ক্ষেত্রে আনস্মার্ট এবং ক্ষ্যাত। আমার ইনবক্স দেখলে বিরক্তিতে আপনার মাথা ব্যথা করবে। আমার ৯০ ভাগ পোস্টই পাবলিক করা- সবাই দেখতে পারে।
ইনবক্সে ‘শাওন’ হয়ে কারো কাছে টাকা ধার চেয়েও লাভ নেই- কেউ দিবে না! (কারণ সবার ধারণা অনুযায়ী আমার বিছানার তোষক ভর্তি টাকা!)
আমার একাউন্টটিতে আমার বেশকিছু পারিবারিক ছবি ও গল্প আছে যা সবার কাছে দৃশ্যমান। এই দুর্লভ মুহূর্তগুলো আমার খু-ব প্রিয়।
আপনাকে করজোড়ে আবেদন করছি- দয়া করে আপনার মূল্যবান সময় আমার পিছনে নষ্ট করবেন না।
ধন্যবাদ।
বি.দ্র: গত ৫/৬ দিন ধরেই হ্যাকার মহাশয়ের চেষ্টা চলছিল। তড়িঘড়ি করে ফেসবুক বাঁচাতে পারলেও ইনস্টাগ্রাম একাউন্টটা বাঁচাতে পারলাম না। ধুররর...
(ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/এনায়েত করিম