শবনম বুবলী কতটা ইন্টেলিজেন্ট তার প্রমাণ আপনারা পেয়েছেন ছবি দেখে এবং টেলিভিশনের ইন্টারভিউতে। সত্যিই অসাধারণ ব্যক্তিত্বের মানুষ শবনম বুবলী।
আমরা একটানা প্রতিদিন ১৬ ঘণ্টা কাজ করেছি। কখনো কখনো ২৭ ঘণ্টা ও ৩৩ ঘণ্টা কাজ চলেছে। কখনো তার মুখে না শুনি নাই।
আমার পুরো ইউনিট তার চালচলন কথাবার্তায় খুশি। নিরবে কাজ করে যায়। কোনো রকম পেইন দেয় না। আমি মনে করি যে কোনো
পরিচালক তাকে নিয়ে কাজ করে খুশি হবেন।
স্বাভাবিক অভিনয় বলতে যা বোঝায় তা বুবলীর মাঝে আমি পেয়েছি। যে কোনো চরিত্রের জন্য বুবলী নিজেকে প্রমাণ করতে পারবে।
পরিশ্রমী মেধাবী এমন শিল্পী নিজের যোগ্যতায় টিকে থাকবে সিনেমা ইন্ডাস্ট্রিতে।
ভালোবাসা অবিরাম।
(ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/ফারজানা