২১ জুলাই, ২০১৯ ১১:০৩

'টুইটারের পাওয়ার দেখে আমি তো তাজ্জব'

তসলিমা নাসরিন

'টুইটারের পাওয়ার দেখে আমি তো তাজ্জব'
টুইটারের পাওয়ার দেখে আমি তো তাজ্জব। ১৬ জুলাই টুইট করেছি যে আমার ভারতীয় রেসিডেন্স পারমিট রিনিউ হচ্ছে না। ১৭ জুলাই আমার কাছে ফোন এল, আমার রেসিডেন্স পারমিট নাকি ৩ মাসের জন্য রিনিউ করা হয়েছে। এটাও টুইট করলাম। ৩ মাস কেন, অন্তত আগের মতো ১ বছর নয় কেন?
 
বেশ অনেক শুভাকাঙ্ক্ষী গৃহমন্ত্রীকে অনুরোধ করলেন টুইটারে, লম্বা সময়ের জন্য রিনিউ করে দিন । আজ, ২০ জুলাই, অফিস ছুটির দিন এফ আর ও অফিস থেকে ডিরেক্টরের ফোন, আপনার রেসিডেন্স পারমিট ৩ মাস বদলে ১ বছর করা হয়েছে। টুইটারে শুভাকাঙ্ক্ষীরা সরব না হলে হয়তো এটি হতো না।
 
কিন্তু ১৪ বছর ধরে যেভাবে থাকার অনুমতি দেওয়া হচ্ছিল, তাতে হঠাৎ বাধ সাধলো কে, এবং কেন? আমি ছা(বেড়ালের ছা) পোষা মানুষ। কোনোদিনই ওপরতলার খবর জানতে পারব না। সামনের বছরগুলোতেও কি এমন বাধা আসবে?
 
২৫ বছর হলো নির্বাসনের, আজও নিশ্চিত কোনও থাকার জায়গা নেই। যে কোনও সময় তল্পিতল্পা নিয়ে আরও এক অনিশ্চিতের দিকে পা বাড়াতে হবে।
 
(ফেসবুক থেকে সংগৃহীত)
 
বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর