রাজধানীর তেজগাঁও'র তেজকুনি পাড়ার খেলাঘর মাঠ পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে এবার গাইলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। গতকাল রবিবার রাতে ওই পূজামণ্ডপে বাদ্যযন্ত্রের সঙ্গে তাল মিলিয়ে মেয়র গেয়েছেন জনপ্রিয় ‘আগে কী সুন্দর দিন কাটাইতাম’ গানটি। এসময় তিনি বলেন, ধর্ম যার যার উৎসব ও আনন্দ সবার। এবারের পূজা যেন আপনারা নির্বিঘ্নে উদযাপন করতে পারেন, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তার সব উদ্যোগ নেয়া হয়েছে।
এর আগে গত শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে মিডিয়াপাড়া সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপে যান মেয়র। সেখানে ঢোল নিয়ে নিজেই বাজাতে শুরু করেন।
গানটি শুনতে ক্লিক করুন
বিডি প্রতিদিন/ফারজানা