২৮ মে, ২০২০ ১৩:০২

আরেকজনের জীবনের গল্পটা বদলাইয়া দেওয়ার মতো আনন্দ আর কিছুতে নাই!

মোস্তফা সরয়ার ফারুকী

আরেকজনের জীবনের গল্পটা বদলাইয়া দেওয়ার মতো আনন্দ আর কিছুতে নাই!

মোস্তফা সরয়ার ফারুকী

নিজেকে বাঁচানোর মধ্যে আছে কেবল বাঁচারই আনন্দ! আর অন্যকে বাঁচানোর মধ্যে এর সাথে বাড়তি যেটা যোগ হয় সেটাকে যে কী নামে ডাকা যায়! গৌরব না! গৌরব শব্দটা ইদানীং আমার আর ভালো লাগে না! মনে হয় জগতের সকল মারামারি কাটাকাটির পিছে লুকিয়ে আছে এই গৌরব বাবাজি!

আজকে শওকত হোসেন মাসুম ভাইয়ের লেখাটা পড়তেছিলাম যেখানে উনি বলতিছিলেন উনার প্লাজমা দেয়ার অভিজ্ঞতার কথা!

আর আমার চোখে পানি চলে আসছিল!

আপনি ভাবেন, আপনার দেয়া প্লাজমায় একজন বেঁচে উঠতেছে, একাকী গোরস্তানের দিকে রওনা না হয়ে যিনি রওনা দিচ্ছেন বাসার দিকে, তার কন্যারা আপনার দিকে তাকাইয়া কৃতজ্ঞতার হাসি দিচ্ছে, তাদের চোখের কোণায় পানি! অথবা আপনি যদি আমার মতো লাজুক হন, হয়তো তাদের সামনেই গেলেন না, দূর থেকে দেখলেন আশা ছেড়ে দেয়া মানুষগুলা বেঁচে যাওয়ার আনন্দে কি রকম হেসে হেসে উঠছে!

আপনার কাছে আপনার জীবনটাকে এতোটা অর্থবহ আর কখনো কি লাগবে?

আরেকজনের জীবনের গল্পটা বদলাইয়া দেওয়ার মতো আনন্দ আর কিছুতে নাই! সেই জন্য যারা করোনা থেকে সেরে উঠছেন, প্লাজমা ডোনেট করেন, প্লিজ!

(ফেসবুক থেকে সংগৃহীত)

বিডি প্রতিদিন/আরাফাত

সর্বশেষ খবর