শিরোনাম
১৫ জুলাই, ২০২১ ২০:৫২

বাসে বাড়ি গেল গরু, ভাইরাল ভিডিও

অনলাইন ডেস্ক

বাসে বাড়ি গেল গরু, ভাইরাল ভিডিও

সংগৃহীত ছবি

এবার ৪৬টি শর্ত মেনে ঢাকাসহ সারাদেশে বসেছে কোরবানির গরুর হাট। আর টানা লকডাউনের কারণে রাজধানীতে গরু আনা-নেওয়ায় জন্য পরিবহন সংকট চলছে। তবুও গরু কিনে বাড়িতে আনার জন্য বিকল্প উপায় অবলম্বন করছেন কেউ কেউ।

বৃহস্পতিবার এমনটাই দেখা গেল রাজধানী ঢাকায়। গরু আনার জন্য পরিবহন না পেয়ে যাত্রীবাহী বাসের যাত্রীর বানিয়ে গরুকে নিয়ে আনলেন একজন ক্রেতা।

ঘটনাটির ভিডিও রীতিমতো ফেসবুকে ভাইরাল। অনেকেই ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন- এও দেখার বাকি ছিলো! কেউ কেউ লিখেছেন - বাঙালি সব পারে!

ভিডিওতে দেখা গেছে, গাবতলী থেকে সদরঘাট রুটের ৮ নম্বর বাসে চড়িয়ে গরুকে নিয়ে এলেন ক্রেতা। বাস থেকে গরু নামতে দেখে উৎসুক জনতা ভিড় জমায়। অনেকে ভিডিও করেন। গরুটি বাস থেকে প্রথমে নামতেই চাইছিল না। চার-পাঁচজনের জোরজবরদস্তিতে গলার রশি টেনে, পিঠ চাপড়িয়ে একে বাস থেকে নামানো হয়।

এসময় অনেকেই প্রশ্ন করেন, বাসে করে আনলেন কেন? গরুর দাম কতো নিয়েছে?

ক্রেতারা জানান, ভ্যান-পিকআপ মেলেনি। তাই বাসেই আনতে হলো। গাবতলী থেকে কিনেছেন তারা। ১ লাখ ১০ হাজার টাকা গরুটির দাম।

বিডি প্রতিদিন/আরাফাত

সর্বশেষ খবর