২৫ সেপ্টেম্বর, ২০২২ ১৫:৪৫

এখন সেই আবেগী কান্নাই আবার তারা ফেরত চাচ্ছেন!

ইফতেখায়রুল ইসলাম

এখন সেই আবেগী কান্নাই আবার তারা ফেরত চাচ্ছেন!

এক ঘটনায় প্রায় অনেকেই কেঁদে কেটে একাকার হয়েছেন! এখন প্রকৃত ঘটনা জেনে নিজের সেই আবেগী কান্নাই আবার তারা ফেরত চাচ্ছেন! 

মোরাল অব দ্য স্টোরি : অপাত্রে কান্না দান করেন না, পরে চাইলেও আর ফেরত পাবেন না! 

আর নয়তো এমনভাবে কাজ করেন যেন, আপনি কাঁদছেন না হাসছেন সেটিই বুঝতে না পারা যায়! পরবর্তী সময়ে সঠিকটা বুঝে বলবেন, এই যে দেখেন আমি আগেই জানতাম তাই তো হাসছিলাম, অন্যরকম হলে বলবেন কাঁদছিলাম! এটা অনেক সুচিন্তকদের পলিসি বলে ধরে নেন! অবস্থা বেগতিক দেখলেই পল্টি নিয়ে নেয়া আর কি! 

ছোটবেলায় ইংরেজি বানান ভুলে গেলে আমরা এমনভাবে এ্যালফাবেট লিখতাম যেন আমার ধারণার এবং সঠিকটার কাছাকাছি কিছু একটা বোঝা যায়! স্যার/ ম্যাডামদের বোকা বানাতে চাইতাম। আমাদের দৈনন্দিন জীবনে অনেকেই সেই ধারা এখনো অব্যাহত রেখেছেন।

(ফেসবুক থেকে সংগৃহীত)

লেখক : এডিসি, ক্যান্টনমেন্ট ও খিলক্ষেত, ডিএমপি।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর