ভারতের অস্ত্র ভাণ্ডারকে সমৃদ্ধ করতে আসছে ম্যান পোর্টেবল অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কাঁধে বহন করে নিয়ে যাওয়া যায় এমন একটি অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল তৈরির কাজ শেষ পর্যায়ে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞান উপদেষ্টা অবিনাশ চন্দর জানিয়েছেন, আমরা 'সার্ফেস টু এয়ার' মিসাইল তৈরির কাজে এগোচ্ছি। কাজ চলছে মনুষ্যবহিত অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল নিয়েও। যা কাঁধে রেখে চালানো যাবে। আগামী চার বছরের মধ্যে এর কাজ শেষ করব আমরা। এছাড়া আগামী পাঁচ বছরের মধ্যে ভারত অন্তত ৫ রকমের নয়া মিসাইল লঞ্চ করবে বলেও জানিয়েছেন অবিনাশ চন্দর। তাদের মধ্যে রয়েছে অ্যান্টি ট্যাঙ্ক, সার্ফেস টু এয়ার, ক্রুজ, দূরপাল্লার মিসাইল।
তিনি আরও জানান, ২০২২ সালের মধ্যে ক্ষেপণাস্ত্র উৎপাদনে ভারত স্বনির্ভর হওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে। দেশজুড়ে ইনফ্রা রেড সিকার ডিটেক্টর ফেসিলিটি স্থাপন করা হবে ২০২০-২২ এর মধ্যে। বর্তমানে ডিআরডিও দূরপাল্লার এবং স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির কাজে হাত দিয়েছে।
ভবিষ্যতে ২০০ কিলোমিটারেরও বেশি পাল্লার মিসাইল বানাতে ভারতকে বিদেশ থেকে প্রযুক্তি আমদানি করতে হবে না বলেও আশাবাদী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এ বিজ্ঞান উপদেষ্টার। তিনি বলেন, আমরা নিরন্তর গবেষণা চালাচ্ছি যাতে আগামী মাসের মধ্যেই নির্ভয় মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হবে।