শুক্রবার, ১৮ এপ্রিল, ২০১৪ ০০:০০ টা

ভবিষ্যতে কংক্রিটের রাস্তা হবে

ওবায়দুল কাদের

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের মহাসড়কগুলো পুরনো হয়ে যাওয়ায় বিটুমিন ব্যবহারের মাধ্যমে সংস্কার করে তা পুরো মাত্রায় ব্যবহার উপযোগী করা যাচ্ছে না। তাই ভবিষ্যতে পুরনো রাস্তাগুলো বিটুমিনের পরিবর্তে উন্নত দেশের মতো কংক্রিটের রাস্তা করা যায় কিনা সে সম্ভাবনা ভেবে দেখা হচ্ছে। বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির ইঞ্জিনিয়ার ও কর্মকর্তাদের বিষয়টি নিয়ে কাজ করতে অনুরোধ করা হয়েছে।

তিনি গতকাল দুপুরে গাজীপুরের শিমুলতলীতে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি পরিদর্শনে এসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি এখন একটি লাভজনক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের খরচ জোগান দিয়েও চলতি অর্থবছরে প্রায় ৯০ কোটি টাকা লাভ করেছে। মন্ত্রী বলেন, মহাসড়কে অবৈধ মোটরসাইকেল যানজটের একটা কারণ। মোটরসাইকেল এখন মূর্তিমান আতঙ্ক। মাত্র ৩৮ হাজার মোটরসাইকেলের রেজিস্ট্রেশন আছে। অথচ ১০ লাখের উপরে মোটরসাইকেল রাস্তায় রয়েছে। বাকিগুলো নম্বর ও লাইসেন্স ছাড়া চলছে। এ বিষয়ে আমাদের জরিপ চালাতে হবে এবং আশু আইনগত পদক্ষেপ ও প্রতিকারমূলক ব্যবস্থা নিতে হবে। এর আগে বাংলাদেশে মেশিন টুলস ফ্যাক্টরির ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল কাজী শরিফ কায়কোবাদ যোগাযোগমন্ত্রীকে কারখানার সামগ্রিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। পরে মন্ত্রী ওই কারখানার মেশিনশপ, ডিজিটাল নম্বর প্লেট তৈরি ও গাড়ি সংযোজনসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এ সময় মন্ত্রীর সঙ্গে অন্যান্যের মধ্যে ওই প্রতিষ্ঠানের ডিএমডি ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসানুল হক মিয়া, পরিচালক (উৎপাদন) ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইফুল ইসলাম, পরিচালক (মার্কেটিং) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহফুজুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর