রবিবার, ২৭ এপ্রিল, ২০১৪ ০০:০০ টা

মংলায় তেলবাহী জাহাজে আগুন দুজনের মৃত্যু

বাগেরহাটের মংলা বন্দরে পশুর চ্যানেলে অবস্থানরত এমটি জাকাহ নামের তেলবাহী একটি ট্যাঙ্কার জাহাজে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে দুজন মারা গেছেন। গতকাল ভোর ৪টার দিকে আগুনে জাহাজের ইঞ্জিন রুমসহ পেছনের একাংশ পুড়ে যায়। এতে চারজন নাবিক ও শ্রমিক দগ্ধ হন। মারাত্মক অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে দুজনের মৃত্যু হয়। তারা হলেন বাদল (৪৫), মোসলেম (৩৫)। মংলা বন্দর কর্তৃপক্ষ জানায়, গতকাল সকালে তেলবাহী ট্যাঙ্কারটিতে আগুন লাগার খবর পেয়ে বন্দর কর্তৃপক্ষের অগ্নিনির্বাপক জাহাজ এমভি অগ্নিপ্রহরী ঘটনাস্থলে পৌঁছায় এবং দীর্ঘ প্রায় সাত ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ঢাকার হাইস্পিড কোম্পানির মালিকানাধীন ৪৫ বছরের পুরনো এ ট্যাঙ্কারটি তেল বোঝাই করে চট্টগ্রাম থেকে ছেড়ে এসে বৃহস্পতিবার মংলা বন্দরে পৌঁছায়। শুক্রবার বিকালে বন্দরের সামিট রিফাইনিং কোম্পানিতে তেল খালাস করে জাহাজটি রাতে পশুর চ্যানেলে নোঙর করে থাকে। ভোরে এতে আগুন লাগে। জাহাজটি নদীতে থাকায় ক্ষয়ক্ষতি কম হয়েছে বলে জানান জাহাজের স্টাফরা।
 

সর্বশেষ খবর