চাঞ্চল্যকর গুম, হত্যার ভীতি না কাটতেই জনবিক্ষোভের মধ্যেই নারায়ণগঞ্জের ফতুল্লায় রবিবার গভীর রাতে এক দম্পতি খুন হয়েছে। এরা হলেন আমানউল্লাহ (৫৫) ও তার স্ত্রী হোসনে আরা (৩৫)। এদিকে ফতুল্লা থানা পুলিশ দাবি করেছে, এ খুনের সঙ্গে তার ছেলে ও মেয়ে দায়ী। নিহত আমানউল্লার বড় মেয়ে হাবিবা (২০) পুলিশের কাছে হত্যার দায় স্বীকার করে খুনের বর্ণনা দিয়েছেন। হত্যায় তার সঙ্গে তার ছোট ভাই আরিফসহ চারজন অংশ নেয়। পুলিশের কাছে হাবিবা দাবি করেছেন, তার বাবার দ্বিতীয় বিয়ে ও সম্পত্তি নিয়ে বিরোধের আক্রশে তারা তাকে হত্যা করেন। এসব তথ্য জানান ফতুল্লা মডেল থানার এসআই আতাউর।
যেভাবে হত্যা করা হয় : হাবিবার হত্যার স্বীকারোক্তির উদ্ধৃতি দিয়ে এসআই আতাউর জানান, হাবিবারা তাদের বাবা ও সৎ মাকে হত্যার পরিকল্পনা আগেই করেন। পরিকল্পনা অনুযায়ী ছোট ভাই আরিফ বড় বোন হাবিবাকে বলে দেয় বাড়ির দরজ খুলে দিতে। হাবিবা রবিবার দিবাগত রাতে দরজা খুলে দেয়। এ সময় আরিফ আরও চারজনসহ ঘরে ঢুকে। পরে তাদের সঙ্গে থাকা দা দিয়ে প্রথমে বাবা আমানউল্লাহকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। পরে সৎ মাকে হত্যা করে। হত্যার পরই গা ঢাকা দেয় আরিফ। হত্যার পর হত্যা ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য ডাকাতির নাটক সাজায় হাবিবা। তিনি চিৎকার করে কাঁদতে থাকে এবং বলতে থাকে আমাদের বাড়িতে ডাকাতি হয়েছে।
হত্যার কারণ ও পূর্ব শত্র“তা : এসআই আতাউর আরও জানান, আমানউল্লাহ প্রথম স্ত্রীর সন্তান হাবিবা, মুন্নী ও আরিফ। বছর কয়েক আগে বাবা ফতুল্লায় হোসনে আরাকে বিয়ে করেন। এ নিয়ে তাদের পবিবারে অশান্তি শুরু হয়। এ অবস্থায় তাদের মা (বড় স্ত্রী) হাজেরা বেগমকে তালাক দেন আমানউল্লাহ। মাকে তালাক দেওয়ায় তাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। তবে বড় মেয়ে হাবিবাকে নিজের কাছেই রেখেছিলেন আমানউল্লাহ। তার ছোট বোন মুন্নী পাবনায় পড়াশোনা করে। ছোট ছেলে আরিফ দীর্ঘ দিন ধরে বাবা আমানউল্লাহকে সম্পত্তি লিখে দেওয়ার জন্য চাপ দিচ্ছিল। কিন্তু এতে তাদের বাবা রাজি হচ্ছিল না। এ জন্য মাস কয়েক আগে ছেলে আরিফ তাকে হত্যার চেষ্টা করে। এ ঘটনায় আমানউল্লাহ থানায় মামলা ও সালিশ করেছিলেন। নিহতের ভাড়াটিয়া খালেদা জানান, ‘রাত সাড়ে ৩টার দিকে বাড়িওয়ালার মেয়ে হাবিবা’র চিৎকার শুনে বেরিয়ে দেখি হাবিবা বাড়ির ফটকের সামনে হাত-পা বাঁধা অবস্থায় গড়াগড়ি খাচ্ছে। আর বাড়িওয়ালা ও তার স্ত্রী রক্তাক্ত অবস্থায় খাটে ও মেঝেতে পড়ে আছে। পরে স্থানীয় লোকজন ছুটে এসে পুলিশে খবর দেয়।’
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডের সময় ব্যবহার হওয়া ছোট বড় ৮টি রক্ত মাখা ছুরি উদ্ধার করেছে। এ ছাড়া লুঙ্গি ও বিছানার চাদর জব্দ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
শিরোনাম
- মাঠজুড়ে বোরো ধানের গন্ধে মাতোয়ারা কৃষক
- সৈয়দপুরে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
- তাপপ্রবাহের সতর্কবার্তা জারি, বাড়তে পারে তীব্রতা
- গরীব মানুষের জন্য নদীর চর এখন আশীর্বাদ
- ফ্লাইট সংক্রান্ত জরুরি ঘোষণা বাংলাদেশ বিমানের
- আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল
- নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম আপ বাংলাদেশের আত্মপ্রকাশ
- জমি নিয়ে বিরোধে শিশুকে নির্যাতনের অভিযোগ
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ
- কানাডায় হামের প্রাদুর্ভাব
- সিরাজগঞ্জে হামলায় বৈষম্যবিরোধীর ৩ প্রতিনিধি আহত
- পাকিস্তানের ঋণ সহায়তা আজ পর্যালোচনা করবে আইএমএফ
- শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল সোমবার
- যৌক্তিক সময়ে নির্বাচনের রোডম্যাপ দিন : ডা. জাহিদ
- সাতক্ষীরার সীমান্তে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক, সতর্ক বিজিবি
- ‘জুলাই স্পিরিটের’ সাথে প্রতারণাকারীরা আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে : শিবির সভাপতি
- আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যা জানাল সরকার
- গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত লড়াই চলবে: সারজিস
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণসমাবেশে ছাত্রজনতার ঢল
- বিলবাওকে গোলবন্যায় ভাসিয়ে ফাইনালে ম্যানইউ
ফতুল্লায় মা-বাবাকে কুপিয়ে হত্যা করল দুই সন্তান!
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর