দুই মাস বিরতির পর ১৮ কার্যদিবস পরিচালনার লক্ষ্য নিয়ে দশম জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়েছে গতকাল। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকাল ৫টা ১০ মিনিটে অধিবেশনের কাজ শুরু হয়। প্রথম দিনেই ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ বিল উত্থাপিত হয়। বিলটি উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। 'ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ অধ্যাদেশ-১৯৭৬' রহিতকল্পে এবং এটি পুনঃপ্রণয়নের জন্য বিলটি আনা হয়েছে। সংবিধানের ষোড়শ সংশোধনী বিলসহ এ অধিবেশনে আরও ১১টি বিল উত্থাপনের জন্য সংসদের কার্যতালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।
অধিবেশনের শুরুতে ১৭ জন আইনপ্রণেতার মৃত্যুতে স্পিকার শোক প্রস্তাব উত্থাপন করন। সংসদে শোক প্রস্তাব গ্রহণের পর এক মিনিট নীরবতা পালন শেষে তাদের বিদেহী আত্দার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। গতকাল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও সংস্কৃতি মন্ত্রণালয় সংক্রান্ত প্রশ্নোত্তর পর্বে মন্ত্রীরা বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
কার্যউপদেষ্টা কমিটির তৃতীয় বৈঠক : সংসদ অধিবেশন শুরুর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের কার্যউপদেষ্টা কমিটির তৃতীয় বৈঠক সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। সভায় এ অধিবেশন চলতি মাসের ১৮ তারিখ পর্যন্ত চালানোর সিদ্ধান্ত হয়। তবে প্রয়োজনে এ সময়সীমা স্পিকার বাড়াতে বা কমাতে পারবেন। কমিটির সদস্য সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, সুরঞ্জিত সেনগুপ্ত, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, আবুল হাসানাত আবদুল্লাহ, রাশেদ খান মেনন, প্রধান হুইপ আ স ম ফিরোজ, মঈনউদ্দিন খান বাদল, আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বৈঠকে অংশ নেন। প্রতিদিন বিকাল ৫টায় অধিবেশন পরিচালনার সিদ্ধান্ত হয়। সংসদের দ্বিতীয় অধিবেশন (বাজেট অধিবেশন) শেষ হয় গত ৩ জুলাই। ৬০ কার্যদিবসের আইনি বাধ্যবাধকতার জন্য এ অধিবেশন আহ্বান করা হয়েছে বলে জানান চিফ হুইপ আ স ম ফিরোজ। বৈঠকে সংসদের সিনিয়র সচিব আশরাফুল মকবুল ও সংসদ সচিবালয়ের ঊধর্্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শোক প্রস্তাব : অধিবেশনের শুরুতে সাবেক যুক্তফ্রন্ট সদস্য, গণপরিষদ সদস্য, মন্ত্রী, উপদেষ্টাসহ বিগত দুই মাসে কয়েকজন এমপিসহ দেশের বিশিষ্ট নাগরিকের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়। এর মধ্যে রয়েছেন অধ্যাপক ফজলুল করিম, অ্যাডভোকেট কাজী আবদুর রশীদ, ডা. মোশাররফ হোসেন, তাহেরুল ইসলাম খান, ইঞ্জিনিয়ার এল কে সিদ্দিকী, মাহবুবুল আলম তারা, রেজাউল বারী ডিনা, মোশাররফ হোসেন, আবদুর রউফ চৌধুরী, সুলতান-উল কবির চৌধুরী, আলহাজ মো. মতিউর রহমান, সালেহা মোশারফ, এ এন মাহফুজা খানম বেবী মওদুদ, আমানুল্লাহ চৌধুরী, আনসার আহমেদ ও আলহাজ রুহুল আমিন। এ ছাড়া সাংবাদিক ও ভাষাসৈনিক নুরুল ইসলাম, প্রখ্যাত কবি আবুল হোসেন, একুশে পদকপ্রাপ্ত বাউলশিল্পী আবদুল করিম শাহ, ফটোসাংবাদিক জহিরুল হকের মৃত্যুসহ মুন্সীগঞ্জে লঞ্চডুবিতে নিহতদের জন্য শোক প্রস্তাব আনা হয়। মৃতদের আত্দার শান্তি কামনায় মোনাজাতের সময় আলহাজ মুজিবল বশর মাইজভাণ্ডারী হাইকোর্ট মসজিদের খতিব মাওলানা নুরুল ইসলাম ফারুকীর নামোল্লেখ করে তার মাগফিরাত কামনা করেন।
তৃতীয় অধিবেশনের সভাপতিমণ্ডলী : স্পিকার, ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদ পরিচালনার জন্য গতকাল সভাপতিমণ্ডলী মনোনয়ন করা হয়। তারা হলেন আবুল কালাম আজাদ, শামসুল হক টুকু, মাহমুদুস সামাদ চৌধুরী, নুরুল ইসলাম ওমর, রেবেকা মোমিন। তাদের মধ্যে ক্রমানুসারে দায়িত্ব পালন করার কথা সংসদকে জানান স্পিকার।