রেলমন্ত্রী মুজিবুল হকের হবু বধূ হতে যাচ্ছেন 'হনুফা আক্তার।' বয়স ৩৫ এর কাছাকাছি, হনুফা পেশায় আইনজীবী। বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানের নিজস্ব আইন উপদেষ্টা হিসেবে কাজ করছেন। রেলমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে এসব তথ্য। অবশ্য বিয়ের সত্যতা নিশ্চিত করলেও রেলমন্ত্রী মুজিবুল হক নিজ মুখে হবু বধূর নাম বলতে নারাজ। মুচকি হেসে বললেন, অনুষ্ঠান হলেই জানতে পারবেন। রেলমন্ত্রীর বিয়ের খবর গতকাল বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতায় বঙ্ আইটেম হিসেবে ছাপা হওয়ার পর এ নিয়ে সারা দেশে ব্যাপক সাড়া পড়ে। পাঠকের মুখে মুখে আলোচনা হয় বিষয়টি নিয়ে। অনেকেই এর সত্যতা জানতে চেয়েছেন। গতকাল সকালে রেল ভবনে মন্ত্রী মুজিবুল হকের দফতরে কথা হয় তার সঙ্গে। প্রথমেই মন্ত্রী মিষ্টি মুখ করান। তারপর বিয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ইনশাল্লাহ আগামী ডিসেম্বরে আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। আগাম বিয়ের দাওয়াত দিয়ে মন্ত্রী বলেন, বিয়ের অনুষ্ঠান হবে নিজ জেলা কুমিল্লা এবং ঢাকায়। ভবিষ্যৎ জীবন সঙ্গীর নাম পরিচয় বলতে না চাইলেও মন্ত্রী বলেন, তার অর্ধাঙ্গিনী মাস্টার্স পাস। শুধু তাই নয়, এলএলবিও পাস করেছেন। বাড়ি তার নিজ জেলা কুমিল্লায় এবং ভালো বংশের মেয়ে। তবে রেলমন্ত্রী মুজিবুল হক তার হবু বধূর নাম ও পরিচয় না জানালেও একাধিক সূত্রে জানা গেছে, মন্ত্রীর হবু বধূর নাম হনুফা আক্তার। গ্রামের বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলায়। তবে তিনি থাকেন রাজধানীতে। আইন শাস্ত্রে ডিগ্রিধারী হনুফা আক্তার হামদর্দ বাংলাদেশ লিমিটেডের আইন উপদেষ্টা হিসেবে কর্মরত রয়েছেন। এদিকে রেল ভবনে গিয়ে দেখা গেছে, মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যারাই গতকাল রেল ভবনে মন্ত্রীর দফতরে গিয়েছিলেন তাদের সবাইকে মিস্টি মুখ করিয়েছেন। আর সাক্ষাৎকারীদের আথিতেয়তায় ব্যস্ত ছিলেন মন্ত্রীর দফতরের কর্মচারীরা।
শিরোনাম
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর বিষয়ে আপিলের চূড়ান্ত রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব