বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাক্ষাৎ চান দল থেকে পদত্যাগ করা ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা। ফের দলে ফেরার আগ্রহ দেখিয়ে গত বুধবার রাতে তিনি বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে যাওয়ার প্রস্তুতিও নিয়েছেন। কিন্তু বেগম খালেদা জিয়ার সায় না থাকায় দেখা-সাক্ষাৎ সম্ভব হয়নি। সাবেক যোগাযোগমন্ত্রী নাজমুল হুদা অবশ্য বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ম্যাডাম (খালেদা জিয়া) ব্যস্ত থাকায় তার সঙ্গে দেখা-সাক্ষাৎ হয়নি। তবে দেখা-সাক্ষাতের জন্য তিনি বিএনপি চেয়ারপারসন ও দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কথাবার্তাও বলেছেন বলে জানান। আবার কবে দেখা-সাক্ষাৎ হবে তাও নিশ্চিত নয়। দল নিয়ে বিতর্কিত বক্তব্যের কারণে কয়েকবার ছিটকে পড়েন বিএনপির এই প্রতিষ্ঠাকালীন স্থায়ী কমিটির সদস্য। গঠন করেন বাংলাদেশ ন্যাশনাল এলায়েন্স (বিএনএ) ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) নামে পৃথক দুটি দল। কিন্তু তাতেও তেমন সুবিধা করতে পারেননি প্রবীণ এই আইনজীবী। সব হিসাব-নিকাশ মিলিয়ে এবার বিএনপিতেই ফিরতে আগ্রহ তার। এ প্রসঙ্গে নাজমুল হুদা বলেন, ছোট ছোট দলে থেকে বৃহৎ কোনো এজেন্ডা বাস্তবায়ন করা যায় না। বড় দলে থেকেই এসব করতে হয়। তাই সিদ্ধান্ত নিয়েছি, যা করার বিএনপিতে ফিরেই করতে হবে। ২০১০ সালে বিএনএফ গঠিত হওয়ার পর নাজমুল হুদা এর আহ্বায়ক হন। একপর্যায়ে মতবিরোধ দেখা দিলে সংগঠনের প্রধান সমন্বয়কারী আবুল কালাম আজাদ তাকে ‘বহিষ্কার’ করেন। এরপর নাজমুল হুদা সংবাদ সম্মেলন ডেকে বিএনএফকে বিলুপ্ত ঘোষণা করেন। গঠন করেন বিএনএ।-নিজস্ব প্রতিবেদক
শিরোনাম
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
- ক্লিন সিটি গড়তে নতুন ল্যান্ডফিল্ড কেনা হবে: মেয়র
- আলোচনা ছাড়া কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয় : মির্জা ফখরুল
- বলিভিয়ায় বাল্যবিবাহ বন্ধে আইন পাস
আবার নাজমুল হুদা
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর