শনিবার, ২২ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

জনগণ কেন খালেদার পাশে দাঁড়াবে

জনগণ কেন খালেদার পাশে দাঁড়াবে

বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, রাজনৈতিক দলগুলো বার বার ভুল করে। ক্ষমতায় গেলেই শুরু হয় এর অপব্যবহার। খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, আপনি সারা দেশ ঘুরছেন। জনগণকে বলছেন এ সরকারকে হটিয়ে দেওয়ার জন্য। জনগণ কেন আপনার পাশে এসে দাঁড়াবে? আওয়ামী লীগ সরকারের আমলে যা হচ্ছে তা আপনার সরকার আমলে হবে না এর গ্যারান্টি কী। গতকাল বিকল্প যুবধারার দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইনস্টিটিউশনে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন বি চৌধুরী। যুবধারার সভাপতি ওবায়দুর রহমান মধার সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান, বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী, যুবধারার সাধারণ সম্পাদক অধ্যাপক আসাদুজ্জামান বাচ্চু, জাহাঙ্গীর আলম নিশি, সাইফুল ইসলাম শোভন, আলমগীর কবির মিলু, ওয়াসিমুল ইসলাম, আমিনুল ইসলাম বুলু, মোস্তফা সারোয়ার প্রমুখ। বি চৌধুরী বলেন, সরকার লতিফ সিদ্দিকীকে এখনো গ্রেফতার করেনি। মন্ত্রীরা একের পর এক বেফাঁস কথা বলে যাচ্ছেন। অধিকাংশ সংসদ সদস্য জনগণের ভোটে নির্বাচিত নন বলেই তারা এমন করতে পারছেন। কারণ জনগণের কাছে তাদের দায়বদ্ধতা নেই। সাবেক এই রাষ্ট্রপতি বলেন, দেশে নজিরবিহীন অরাজকতা চলছে। এ পরিস্থিতি থেকে মুক্তির লক্ষ্যে সরকারের উচিত অবিলম্বে পদত্যাগ করে সব দলের অংশগ্রহণে নির্বাচন দেওয়া। তিনি বলেন, সরকারদলীয় ছাত্রনেতাদের কোন্দলে নিহত হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। -নিজস্ব প্রতিবেদক

 

সর্বশেষ খবর