ছেলে ফয়সাল আরেফিন দীপন হত্যার ঘটনায় বিচারব্যবস্থায় অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘দীপনের বাবা আক্ষেপ ও দুঃখবোধ থেকে যে কথা বলেছেন, তাতে আমরা সত্যিকার অর্থেই মর্মাহত। আমরা এ ঘটনার দ্রুত বিচার করে বিচারের ওপর তার আস্থা ফিরিয়ে আনার জন্য চেষ্টা করব।’ গতকাল সচিবালয়ে নিজ কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে আইনমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। ছেলের হত্যাকাণ্ড নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেন, ‘আমি বিচার চাই না। যদি শুভবুদ্ধির উদয় হয়, তাহলেই সমস্যার সমাধান হবে। বিচার, পুলিশ ও আইন-আদালত দিয়ে তো শুধু আমরা একজনকে শাস্তি দিতে পারি। কিন্তু জাতীয় উন্নতি হবে না।’ চলতি মাসের মধ্যেই ব্লগার রাজীব হত্যা মামলার চূড়ান্ত নিষ্পত্তি হবে বলে জানান আইনমন্ত্রী। এ পর্যন্ত যতজন ব্লগার নিহত হয়েছেন, প্রতিটি হত্যার ঘটনার অভিযোগপত্র দাখিলের পর মামলাগুলো যেন দ্রুত নিষ্পত্তি হয় এ জন্য আইন মন্ত্রণালয়ে সর্বাত্মকভাবে কাজ করছে বলেও জানান তিনি। জেলহত্যা ও বঙ্গবন্ধু হত্যা মামলার পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে মন্ত্রী বলেন, ‘দুই মামলার পাঁচজন আসামি বিদেশে পলাতক রয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থান আমরা শনাক্ত করতে পেরেছি। নূর চৌধুরী আছেন কানাডায় এবং রাশেদ চৌধুরী আছেন আমেরিকায়। আমরা ওই দুই দেশের সরকারের সঙ্গে তাদের ফিরিয়ে আনার ব্যাপারে আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছি।’ কানাডার নতুন সরকারের সঙ্গে নূর চৌধুরীকে ফেরত আনার বিষয়ে আলোচনা শুরু করা হবে বলেও জানান তিনি। দল হিসেবে জামায়াতের বিচার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এর জন্য আইসিটি অ্যাক্টের সংশোধনীর খসড়া আমরা মন্ত্রিপরিষদে জমা দিয়েছি। এটি সময়োপযোগী হলে এবং পর্যালোচনা শেষে মন্ত্রিপরিষদ বিভাগ মন্ত্রিসভায় উত্থাপন করবে।’-নিজস্ব প্রতিবেদক
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ