শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

সিপিডি শুধু নেগেটিভ দেখে, অর্জন আছে ডব্লিউটিওতে

নিজস্ব প্রতিবেদক

সিপিডি শুধু নেগেটিভ দেখে, অর্জন আছে ডব্লিউটিওতে

তোফায়েল আহমেদ

বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ—সিপিডির সমালোচনা করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, এরা কোনো সরকারের আমলেই বাংলাদেশের অর্জন নিয়ে কথা বলেনি। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সম্মেলনে অর্জন হতাশাজনক— সিপিডির এমন মূল্যায়নের জবাবে গতকাল সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ ধরনের মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, দেবপ্রিয় ভট্টাচার্য (সিপিডির  বিশেষ ফেলো) এবং মোস্তাফিজুর রহমানের (সিপিডির নির্বাহী পরিচালক) সঙ্গে আমি কথা বলেছি। আমি তাদের সম্মান করি। কিন্তু কোনো দিন তারা বাংলাদেশের ভালো কাজে প্রশংসা করেননি। বুধবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে ডব্লিউটিওর বৈঠকের মূল্যায়ন করে সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বিশ্ব এখন সংকটাপূর্ণ। আবার নতুন সুযোগও সৃষ্টি হয়েছে। নিজেদের সুরক্ষা রেখে বাংলাদেশ আরও আক্রমণাত্মক হবে, আগ্রাসী হবে, সেটা বিবেচনায় রাখতে হবে। সংবাদ সম্মেলনে সিপিডির দেওয়া তথ্য সঠিক নয় মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী বলেন, নাইরোবির ডব্লিউটিওর সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলে সিপিডির কোনো অংশগ্রহণ ছিল না। ফলে সম্মেলনে বাংলাদেশের ভূমিকা বা প্রাপ্তির অনেক কিছুই সংস্থাটির অজানা থাকতে পারে। বিশ্ব বাণিজ্য সংস্থার এমসি-১০ সম্মেলনে অংশগ্রহণকারী দেশের প্রতিনিধিরা বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, আমরা শুধু বাংলাদেশের দাবি নিয়ে কথা বলিনি, বিশ্বের স্বল্পোন্নত দেশগুলোর পক্ষে কথা বলেছি। এ ক্ষেত্রে বাংলাদেশের ব্যর্থতার কিছু নেই। সারা বিশ্বে বাংলাদেশের মুখ উজ্জ্বল হয়েছে। কিন্তু এটা সিপিডির চোখে পড়ে না। মন্ত্রী বলেন, ওষুধ খাতে ১৭ বছরের মেধাস্বত্ব মানা থেকে অব্যাহতি পেয়েছি। ডব্লিউটিও সম্মেলনে এ অব্যাহতি গৃহীত না হলে তা বাস্তবায়ন করা যায় না। এবারের সম্মেলনে তা গৃহীত হয়েছে। সেবা খাতে ছাড় (সার্ভিস ওয়েভার) পেয়েছি, এটাও আর একটা প্রাপ্তি। পণ্য উৎপাদনে রুলস অব অরিজিন শিথিল হয়েছে। তিনি প্রশ্ন রেখে বলেন, ‘এটা কি আমাদের প্রাপ্তি নয়?’ সংবাদ সম্মেলনে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, এফবিসিসিআইর সভাপতি আবদুল মাতলুব আহমাদসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর