স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, নারায়ণগঞ্জে জাতীয় পার্টির এমপি সেলিম ওসমান একজন সম্মানিত স্কুল শিক্ষককে অপমান করেছেন, এটা চরম খারাপ কাজ হয়েছে। এই অপরাধের ক্ষমা চাওয়ার পরিবর্তে তিনি উল্টো আঙ্গুল তুললেন? এটা হতে পারে না। এত বড় দম্ভোক্তি ভালো নয়। গতকাল বিকালে রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির ৬ নম্বর গ্যালারিতে যুবলীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘রাষ্ট্রনায়ক শেখ হাসিনার গণতন্ত্রের জন্য সংগ্রাম ও বিশ্বে আজ ধ্রুবতারা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা’ গ্রন্থের সপ্তাহব্যাপী সংবাদচিত্র প্রদর্শনীর অংশ হিসেবে এ আলোচনা সভার আয়োজন করা হয়। যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম, যুবলীগের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ প্রমুখ। মোহাম্মদ নাসিম বলেন, জাপা চেয়ারম্যান সরকারের বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা করেন। দলটির কো-চেয়ারম্যান জিএম কাদেরকে ক্লিন ইমেজের রাজনীতিক নেতা হিসেবে ধরা হয়, তিনিও শিক্ষককে অপমানের বিষয়ে নিশ্চুপ। আর বিএনপিও সরকারের বিভিন্ন বিরুদ্ধাচরণ করলেও এই ব্যাপারে কোনো মন্তব্য করছে না। কারণ দুটি দলই একই ভাবধারার, চোরে চোরে মাসতুতো ভাই। এটা চরম উদ্বেগজনক। বিএনপির সমালোচনা করে স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, বেগম খালেদা জিয়া জ্বালাও-পোড়াও করে মানুষ হত্যা করলেন, এমনকি প্রধানমন্ত্রী-পুত্র সজীব ওয়াজেদ জয়কেও হত্যার ষড়যন্ত্র করলেন। কোনো চক্রান্তেই তিনি সফল হলেন না। এবার তার দলে উড়ে এসে জুড়ে বসা নেতা আসলাম চৌধুরীকে দিয়ে সরকার উত্খাতের ষড়যন্ত্র করছেন। কোনো অপরাধী পার পাবে না উল্লেখ করে তিনি বলেন, অপরাধ করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাউকে খাতির করেন না। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ায় তিনি মন্ত্রীকেও ছাড় দেননি। এ ছাড়া অপরাধে জড়িত থাকায় এমপি এবং দল বা এর অঙ্গ সংগঠনের কোনো নেতাকে ছাড় দেননি, ভবিষ্যতেও দেবেন না। তাই বিশ্বের নিকৃষ্ট গোয়েন্দা সংস্থা লাখো মুসলিমের হত্যাকারী ইসরায়েলি মোসাদকে নিয়ে যারা ষড়যন্ত্র করছেন তাদেরও ছাড় দেওয়া হবে না, তাদের বিচারের আওতায় আনা হবে।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
এত বড় দম্ভোক্তি ভালো নয়
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর