জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, নির্বাচন কমিশন অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংঘাত, সহিংসতা, রক্তপাত ও মৃত্যুর ঘটনায় রেকর্ড করেছে। ১১৭ জনের প্রাণহানি ও ৯ হাজার মানুষ আহত হয়েছে। এ অবস্থার জন্য নির্বাচন কমিশন ও সরকারের উদাসীনতা দায়ী। গতকাল জাতীয় পার্টির বনানী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন, প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী, মীর আবদুস সবুর আসুদ, সুনীল শুভ রায়, সাইফুদ্দিন মিলন প্রমুখ। জিএম কাদের বলেন, বেশির ভাগ ক্ষেত্রে প্রশাসন ও কোনো কোনো ক্ষেত্রে নির্বাচন কমিশন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সরকারদলীয় প্রার্থীর পক্ষে কাজ করছে। জোর-জবরদস্তি, জালভোট, ভোটকেন্দ্র দখল, কারচুপি ইত্যাদির মাধ্যমে সরকারদলীয় প্রার্থীকে জয়যুক্ত করানো হচ্ছে। নির্বাচনের নামে প্রহসন চলছে। এ রকম অবস্থা চলতে থাকলে নির্বাচনের প্রতি মানুষ আস্থা ও আগ্রহ হারাবে। সরকারি দলের বাইরে প্রার্থী পাওয়া যাবে না, মানুষ ভোট দিতে আসবে না। এ পরিণতি কারও জন্যই মঙ্গলজনক হবে না। সাবেক এ মন্ত্রী বলেন, নির্বাচন কমিশন ও সরকারের কাছে আহ্বান জানিয়েছিলাম যাতে পরবর্তীতে এ অবস্থার উন্নতি হয়। অবস্থার ইতিবাচক পরিবর্তনের আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু ৫ম ধাপের পর আমরা বলতে বাধ্য হচ্ছি অবস্থার উন্নতি তো দূরের কথা ক্রমান্বয়ে অবনতির ধারা অব্যাহত আছে। তিনি বলেন, আমরা এখনো আশা করি যে, ষষ্ঠ ধাপে নির্বাচন কমিশন ও সরকার দেশ ও জাতির স্বার্থে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা নিবে।
শিরোনাম
- খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ একজন আটক
- তিন ট্রিলিয়ন ডলারের ক্লাবে অ্যালফাবেট
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৬ সেপ্টেম্বর)
- লড়াই করলো হংকং, কষ্টার্জিত জয় পেল শ্রীলঙ্কা
- ডাকসুর ভোট ম্যানুয়ালি গণনার জন্য লিখিত আবেদন উমামার
- বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে ১১ পাচারকারী আটক
- ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত
- জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন
- গোপালগঞ্জে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড
- চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম
- বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২
- টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
- হামাস নেতাদের ওপর আরও হামলার ইঙ্গিত নেতানিয়াহুর
- জাকসু নির্বাচনে নানা অনিয়মের তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের
- আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ ব্যাংক হিসাব
- ৩ জেলার ডিসিকে প্রত্যাহার
- প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে কৃষক গ্রেপ্তার