জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, নির্বাচন কমিশন অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংঘাত, সহিংসতা, রক্তপাত ও মৃত্যুর ঘটনায় রেকর্ড করেছে। ১১৭ জনের প্রাণহানি ও ৯ হাজার মানুষ আহত হয়েছে। এ অবস্থার জন্য নির্বাচন কমিশন ও সরকারের উদাসীনতা দায়ী। গতকাল জাতীয় পার্টির বনানী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন, প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী, মীর আবদুস সবুর আসুদ, সুনীল শুভ রায়, সাইফুদ্দিন মিলন প্রমুখ। জিএম কাদের বলেন, বেশির ভাগ ক্ষেত্রে প্রশাসন ও কোনো কোনো ক্ষেত্রে নির্বাচন কমিশন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সরকারদলীয় প্রার্থীর পক্ষে কাজ করছে। জোর-জবরদস্তি, জালভোট, ভোটকেন্দ্র দখল, কারচুপি ইত্যাদির মাধ্যমে সরকারদলীয় প্রার্থীকে জয়যুক্ত করানো হচ্ছে। নির্বাচনের নামে প্রহসন চলছে। এ রকম অবস্থা চলতে থাকলে নির্বাচনের প্রতি মানুষ আস্থা ও আগ্রহ হারাবে। সরকারি দলের বাইরে প্রার্থী পাওয়া যাবে না, মানুষ ভোট দিতে আসবে না। এ পরিণতি কারও জন্যই মঙ্গলজনক হবে না। সাবেক এ মন্ত্রী বলেন, নির্বাচন কমিশন ও সরকারের কাছে আহ্বান জানিয়েছিলাম যাতে পরবর্তীতে এ অবস্থার উন্নতি হয়। অবস্থার ইতিবাচক পরিবর্তনের আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু ৫ম ধাপের পর আমরা বলতে বাধ্য হচ্ছি অবস্থার উন্নতি তো দূরের কথা ক্রমান্বয়ে অবনতির ধারা অব্যাহত আছে। তিনি বলেন, আমরা এখনো আশা করি যে, ষষ্ঠ ধাপে নির্বাচন কমিশন ও সরকার দেশ ও জাতির স্বার্থে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা নিবে।
শিরোনাম
- নিকট ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা রয়েছে
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৪ নভেম্বর)
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর