বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক ইন্টারনেটে হত্যার হুমকি পাওয়ার কথা জানিয়েছেন। তিনি এ ধরনের বিষয় সামলাতে নারী সংসদ সদস্যদের প্রশিক্ষণের প্রয়োজনীয়তার কথা বলেছেন। টিউলিপ সানডে টাইমসকে বলেছেন, “ভয়ঙ্কর সব হুমকি আমাকে দেওয়া হয়েছে। ‘তুমি হিজাব পর না কেন?’ থেকে শুরু করে ‘পারলে তোমাকে খুন করতাম’— এ রকম কথাও শুনতে হয়েছে।” খবর বিডিনিউজের। এমনকি প্রথমবার পার্লামেন্ট সদস্য হওয়ার পর গত এপ্রিলে প্রথম সন্তানের মা হওয়ার আগে যখন চারদিক থেকে অভিনন্দন বার্তা পাচ্ছেন, তখনো তাকে টুইটারে বাজে মন্তব্যের শিকার হতে হয়েছে বলে জানিয়েছেন তরুণ এই রাজনীতিবিদ। টিউলিপ জানান, “কয়েকজন নারী, তাদের টুইটার প্রোফাইলে আমাকে বলেছে, ‘ভেবে দেখ— তুমি মা হতে চাও, না এমপি। একসঙ্গে তুমি দুটো চালাতে পারো না’।” টিউলিপকে অনলাইনে প্রথম এ ধরনের আক্রমণের মুখোমুখি হতে হয় ২০১৪ সালে, নিউ হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে লেবার পার্টির হয়ে নির্বাচনের প্রচারের সময়। সে সময় তাকে কথা শুনতে হয়েছিল বাংলাদেশি বংশোদ্ভূত হওয়ার কারণে। টিউলিপ সানডে টাইমসকে বলেন, “আমাকে বলা হয়েছিল, ‘তোমার মতো নামের কাউকে হ্যাম্পস্টেডের তরুণ ভোটাররা কখনই ভোট দেবে না’।” এ ধরনের জাতিগত ও ধর্মীয় বিদ্বেষ থেকে বাঁচতে অনলাইনে নিজের নামের সঙ্গে স্বামী ক্রিস পার্সির পদবি ব্যবহার করার কথাও ভাবতে শুরু করেছিলেন বলে জানান লেবার পার্টির এই এমপি। এ ধরনের অনলাইন বিদ্বেষের বিরুদ্ধে লড়তে হাউস অব কমন্সে নিজেদের মধ্যে একটি ‘আনঅফিসিয়াল সাপোর্ট গ্রুপ’ তৈরি করার কথাও জানিয়েছেন তিনি।
শিরোনাম
- তিন রাজস্ব আইনের ইংরেজি সংস্করণের গেজেট প্রকাশ
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪
- শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
- হাসিনা পালানোতেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে এলো : জয়নুল আবেদীন
- পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করবেন না : ডিএমপি কমিশনার
- গাজায় ৪০ হাজার শিশুকে টিকা দিবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়: জাতিসংঘে বাংলাদেশ
- মার্কিন নির্বাচনে হামলার পরিকল্পনায় আফগান নাগরিকের ১৫ বছরের দণ্ড
- নারীদের নিরাপত্তা ও সুরক্ষায় ৫ প্রতিশ্রুতি তারেক রহমানের
- ‘শততম’ ম্যাচে শতক হাঁকালেন লিটনও
- শুক্রবার মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশ
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
হত্যার হুমকি পেয়েছিলেন টিউলিপ
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর