বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক ইন্টারনেটে হত্যার হুমকি পাওয়ার কথা জানিয়েছেন। তিনি এ ধরনের বিষয় সামলাতে নারী সংসদ সদস্যদের প্রশিক্ষণের প্রয়োজনীয়তার কথা বলেছেন। টিউলিপ সানডে টাইমসকে বলেছেন, “ভয়ঙ্কর সব হুমকি আমাকে দেওয়া হয়েছে। ‘তুমি হিজাব পর না কেন?’ থেকে শুরু করে ‘পারলে তোমাকে খুন করতাম’— এ রকম কথাও শুনতে হয়েছে।” খবর বিডিনিউজের। এমনকি প্রথমবার পার্লামেন্ট সদস্য হওয়ার পর গত এপ্রিলে প্রথম সন্তানের মা হওয়ার আগে যখন চারদিক থেকে অভিনন্দন বার্তা পাচ্ছেন, তখনো তাকে টুইটারে বাজে মন্তব্যের শিকার হতে হয়েছে বলে জানিয়েছেন তরুণ এই রাজনীতিবিদ। টিউলিপ জানান, “কয়েকজন নারী, তাদের টুইটার প্রোফাইলে আমাকে বলেছে, ‘ভেবে দেখ— তুমি মা হতে চাও, না এমপি। একসঙ্গে তুমি দুটো চালাতে পারো না’।” টিউলিপকে অনলাইনে প্রথম এ ধরনের আক্রমণের মুখোমুখি হতে হয় ২০১৪ সালে, নিউ হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে লেবার পার্টির হয়ে নির্বাচনের প্রচারের সময়। সে সময় তাকে কথা শুনতে হয়েছিল বাংলাদেশি বংশোদ্ভূত হওয়ার কারণে। টিউলিপ সানডে টাইমসকে বলেন, “আমাকে বলা হয়েছিল, ‘তোমার মতো নামের কাউকে হ্যাম্পস্টেডের তরুণ ভোটাররা কখনই ভোট দেবে না’।” এ ধরনের জাতিগত ও ধর্মীয় বিদ্বেষ থেকে বাঁচতে অনলাইনে নিজের নামের সঙ্গে স্বামী ক্রিস পার্সির পদবি ব্যবহার করার কথাও ভাবতে শুরু করেছিলেন বলে জানান লেবার পার্টির এই এমপি। এ ধরনের অনলাইন বিদ্বেষের বিরুদ্ধে লড়তে হাউস অব কমন্সে নিজেদের মধ্যে একটি ‘আনঅফিসিয়াল সাপোর্ট গ্রুপ’ তৈরি করার কথাও জানিয়েছেন তিনি।
শিরোনাম
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- বন্দর রক্ষায় হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
হত্যার হুমকি পেয়েছিলেন টিউলিপ
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর