বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক ইন্টারনেটে হত্যার হুমকি পাওয়ার কথা জানিয়েছেন। তিনি এ ধরনের বিষয় সামলাতে নারী সংসদ সদস্যদের প্রশিক্ষণের প্রয়োজনীয়তার কথা বলেছেন। টিউলিপ সানডে টাইমসকে বলেছেন, “ভয়ঙ্কর সব হুমকি আমাকে দেওয়া হয়েছে। ‘তুমি হিজাব পর না কেন?’ থেকে শুরু করে ‘পারলে তোমাকে খুন করতাম’— এ রকম কথাও শুনতে হয়েছে।” খবর বিডিনিউজের। এমনকি প্রথমবার পার্লামেন্ট সদস্য হওয়ার পর গত এপ্রিলে প্রথম সন্তানের মা হওয়ার আগে যখন চারদিক থেকে অভিনন্দন বার্তা পাচ্ছেন, তখনো তাকে টুইটারে বাজে মন্তব্যের শিকার হতে হয়েছে বলে জানিয়েছেন তরুণ এই রাজনীতিবিদ। টিউলিপ জানান, “কয়েকজন নারী, তাদের টুইটার প্রোফাইলে আমাকে বলেছে, ‘ভেবে দেখ— তুমি মা হতে চাও, না এমপি। একসঙ্গে তুমি দুটো চালাতে পারো না’।” টিউলিপকে অনলাইনে প্রথম এ ধরনের আক্রমণের মুখোমুখি হতে হয় ২০১৪ সালে, নিউ হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে লেবার পার্টির হয়ে নির্বাচনের প্রচারের সময়। সে সময় তাকে কথা শুনতে হয়েছিল বাংলাদেশি বংশোদ্ভূত হওয়ার কারণে। টিউলিপ সানডে টাইমসকে বলেন, “আমাকে বলা হয়েছিল, ‘তোমার মতো নামের কাউকে হ্যাম্পস্টেডের তরুণ ভোটাররা কখনই ভোট দেবে না’।” এ ধরনের জাতিগত ও ধর্মীয় বিদ্বেষ থেকে বাঁচতে অনলাইনে নিজের নামের সঙ্গে স্বামী ক্রিস পার্সির পদবি ব্যবহার করার কথাও ভাবতে শুরু করেছিলেন বলে জানান লেবার পার্টির এই এমপি। এ ধরনের অনলাইন বিদ্বেষের বিরুদ্ধে লড়তে হাউস অব কমন্সে নিজেদের মধ্যে একটি ‘আনঅফিসিয়াল সাপোর্ট গ্রুপ’ তৈরি করার কথাও জানিয়েছেন তিনি।
শিরোনাম
- রণবীরের সঙ্গে ট্রাম্পের হবু পুত্রবধূর নাচের ভিডিও ভাইরাল
- বড় ভূমিকম্প মোকাবিলায় কী পরিস্থিতি হবে, বলা যায় না : স্বরাষ্ট্র উপদেষ্টা
- নির্বাচন পরিচালনায় সহযোগিতা করতে প্রস্তুত কমনওয়েলথভুক্ত ৫৬ দেশ
- বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে ট্রেন আটকে রাখল শিক্ষার্থীরা
- সব ধরনের কাউন্টার সেবা বন্ধ করলো বাংলাদেশ ব্যাংক
- শীতের দিনেও ব্যায়াম, যা খেয়াল রাখা জরুরি
- প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে: জামায়াত নেতা শাহাজাহান
- মুখে বলিরেখা সমস্যার প্রাকৃতিক সমাধান
- বিশ্বকাপ : বাংলাদেশের সামনে পড়তে পারে ইতালি
- শুল্কের হুমকি দিয়ে আট যুদ্ধের পাঁচটিই থামিয়েছি: ট্রাম্প
- নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের বিবরণীও বাধ্যতামূলক: দুদক চেয়ারম্যান
- হল ছাড়তে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা
- ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ গেল সিলেটের যুবকের
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- টেস্টে নতুন উচ্চতায় তাইজুল
- ঢাকা উত্তরে প্রথম কেন্দ্রীয় গ্রন্থাগারের যাত্রা শুরু
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
হত্যার হুমকি পেয়েছিলেন টিউলিপ
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর