বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক ইন্টারনেটে হত্যার হুমকি পাওয়ার কথা জানিয়েছেন। তিনি এ ধরনের বিষয় সামলাতে নারী সংসদ সদস্যদের প্রশিক্ষণের প্রয়োজনীয়তার কথা বলেছেন। টিউলিপ সানডে টাইমসকে বলেছেন, “ভয়ঙ্কর সব হুমকি আমাকে দেওয়া হয়েছে। ‘তুমি হিজাব পর না কেন?’ থেকে শুরু করে ‘পারলে তোমাকে খুন করতাম’— এ রকম কথাও শুনতে হয়েছে।” খবর বিডিনিউজের। এমনকি প্রথমবার পার্লামেন্ট সদস্য হওয়ার পর গত এপ্রিলে প্রথম সন্তানের মা হওয়ার আগে যখন চারদিক থেকে অভিনন্দন বার্তা পাচ্ছেন, তখনো তাকে টুইটারে বাজে মন্তব্যের শিকার হতে হয়েছে বলে জানিয়েছেন তরুণ এই রাজনীতিবিদ। টিউলিপ জানান, “কয়েকজন নারী, তাদের টুইটার প্রোফাইলে আমাকে বলেছে, ‘ভেবে দেখ— তুমি মা হতে চাও, না এমপি। একসঙ্গে তুমি দুটো চালাতে পারো না’।” টিউলিপকে অনলাইনে প্রথম এ ধরনের আক্রমণের মুখোমুখি হতে হয় ২০১৪ সালে, নিউ হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে লেবার পার্টির হয়ে নির্বাচনের প্রচারের সময়। সে সময় তাকে কথা শুনতে হয়েছিল বাংলাদেশি বংশোদ্ভূত হওয়ার কারণে। টিউলিপ সানডে টাইমসকে বলেন, “আমাকে বলা হয়েছিল, ‘তোমার মতো নামের কাউকে হ্যাম্পস্টেডের তরুণ ভোটাররা কখনই ভোট দেবে না’।” এ ধরনের জাতিগত ও ধর্মীয় বিদ্বেষ থেকে বাঁচতে অনলাইনে নিজের নামের সঙ্গে স্বামী ক্রিস পার্সির পদবি ব্যবহার করার কথাও ভাবতে শুরু করেছিলেন বলে জানান লেবার পার্টির এই এমপি। এ ধরনের অনলাইন বিদ্বেষের বিরুদ্ধে লড়তে হাউস অব কমন্সে নিজেদের মধ্যে একটি ‘আনঅফিসিয়াল সাপোর্ট গ্রুপ’ তৈরি করার কথাও জানিয়েছেন তিনি।
শিরোনাম
- ছেলের পরকীয়া ঠেকাতে মা ফোন করে বলেন বিমানে বোমা আছে: র্যাব
- নদীর এই বাঁধ দিয়ে বন্যা ঠেকানো সম্ভব নয় : দুর্যোগ উপদেষ্টা
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা অব্যাহত থাকবে
- সিরিয়ার বিস্তীর্ণ কৃষিজমিতে আগুন ধরিয়ে দিল ইসরায়েলি বাহিনী
- মার্কিন নাগরিককে পিটিয়ে হত্যা ইসরায়েলি বসতি স্থাপনকারীদের
- পাশবিক এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে : আসিফ নজরুল
- গাজাকে শিশুদের কবরস্থান বানাচ্ছে ইসরায়েল: জাতিসংঘ
- ইসরায়েলের ড্রোন হামলায় লেবাননে হতাহত ৬
- গাজায় ত্রাণ নিতে গিয়ে দুই মাসে নিহত ৭৯৮ ফিলিস্তিনি
- হাসিনাকন্যা পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালি
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১২ জুলাই)
- জাতীয়তাবাদের উদ্বিগ্ন হৃদয়
- রেকর্ড বইয়ের পাতায় ইংল্যান্ডের স্মিথ
- বিএনপির আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস-বর্বরতার কোনো সম্পর্ক নেই : মির্জা ফখরুল
- রাজধানীর মিরপুর থেকে ৫০টি দেশীয় বন্যপ্রাণী উদ্ধার
- ভিন্নমত থাকবে, কিন্তু অপরের মতকে সম্মান করতে হবে : আমীর খসরু
- ভারতের হয়ে যে রেকর্ড এখন শুধুই বুমরাহর
- বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলির ঘটনায় ১০ নেতা বহিষ্কার
- পদ্মার ভাঙনে জাজিরায় দিশেহারা কয়েক হাজার মানুষ
হত্যার হুমকি পেয়েছিলেন টিউলিপ
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর