তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর জন্য জাসদের দিকে আঙ্গুল তোলা অযৌক্তিক হবে বলে মন্তব্য করেছেন জাসদের অন্য অংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, ‘মন্ত্রিবিশেষের ‘‘অতি চাটুকারিতার জন্য’’ তাবৎ জাসদ সংগঠন ও নেতা-কর্মীদের ওপর আঙুল তোলা ‘‘অযৌক্তিক’’।’ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ক্ষেত্র তৈরির জন্য জাসদকে দায়ী করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের বক্তব্যের পরিপ্রেক্ষিতে এ যৌথ বিবৃতিতে দেন শরীফ নুরুল আম্বিয়া ও নাজমুল হক প্রধান। হাসানুল হক ইনুর নাম উল্লেখ না করে বিবৃতিতে বলা হয়, ‘সরকারের মন্ত্রিবিশেষের ভূমিকা, অতি চাটুকারিতা নিয়ে জাসদকর্মীরা এমনিতেই বিব্রত। উক্ত মন্ত্রীর ওই লজ্জাজনক ভূমিকার কারণে সরকার, আশরাফ সাহেব ও তাদের সহকর্মীরা বিরক্ত, বিব্রত, বিক্ষুব্ধ এবং উত্ত্যক্ত বোধ করলে তারা তো তা সমাধান করতেই পারেন। সে জন্য তাবৎ জাসদ সংগঠন, নেতা ও কর্মীদের ওপর আঙুল তোলা তো অযৌক্তিক এবং দুঃখজনক।’ আওয়ামী লীগের সঙ্গে দীর্ঘ সময়ের রাজনৈতিক মিত্রতার ইতিহাস তুলে ধরে আম্বিয়া ও প্রধানের বিবৃতিতে বলা হয়, ‘যে কথা আশরাফ সাহেব উল্লেখ করেছেন তা আমাদের বিস্মিত করেছে। ১৯৭২ থেকে ১৯৭৫ পর্যন্ত আওয়ামী লীগের সঙ্গে আমাদের সম্পর্ক নিয়ে বিতর্ক থাকতে পারে। জাসদসহ সকলের ভুল-ভ্রান্তি নিয়ে কথা বলা যেতে পারে। কিন্তু স্মরণ করা উচিত, আমরা আওয়ামী লীগের সঙ্গে ১০-দলীয়, ১৫-দলীয় জোট গঠন করে ইতিপূর্বে সামরিক শাসকদের বিরুদ্ধে ঐতিহাসিক সংগ্রাম করেছি।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘ঢালাও বক্তব্য দিয়ে তিনি যেসব বিতর্ক পুনরুজ্জীবিত করেছেন, তাকে আমরা অসময়োচিত এবং প্রকৃত সত্যকে আড়াল করার শামিল বলে মনে করি। বঙ্গবন্ধুকে খন্দকার মোশতাকের নেতৃত্বে এবং কোন কোন আওয়ামী নেতার মদদ নিয়ে হত্যা করা হয়েছিল, তা নতুন করে জনগণকে জানানোর কিছু আছে বলে আমরা মনে করি না। তার এ বক্তব্য অসময়োচিত, বিভ্রান্তিকর এবং জাসদকর্মীদের জন্য বিব্রতকর। বঙ্গবন্ধু দেশে ফেরার আগে জাসদপন্থিরা দেশকে ছিন্নভিন্ন করে ফেলার যে অভিযোগ উত্থাপন করেছেন, তা একান্তই কাল্পনিক ও অসত্য।’ আওয়ামী লীগের কিছু নেতা নিজেদের ‘রাজনৈতিক অক্ষমতা’ ঢাকার জন্য জাসদের ভুলত্রুটি খোঁজার চেষ্টা করে থাকেন বলেও মন্তব্য করা হয় বিবৃতিতে।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ জুলাই)
- বৈষম্য সংস্কৃতির শত্রু দারিদ্র্যও
- নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে
- সেন্টমার্টিনে এক লাখ ৪০ ইয়াবাসহ গ্রেফতার ১৭
- এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ খতিয়ে দেখা দরকার : এ্যানি
- ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ বাটলারের
- মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত গেজেট আকারে প্রকাশ করা হবে : ধর্ম উপদেষ্টা
- উলভসের হল অব ফেমে জায়গা পেলেন জটা
- চূড়ান্ত সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান : রিজভী
- শ্রোতাদের জন্য হাবিবের নতুন গান ‘দিলানা’
- কোটি মানুষের একটাই দাবি—ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া : মঈন খান
- পঞ্চগড়ে বিএনপির মৌন মিছিল
- ইন্টারনেট শাটডাউন রোধে আসছে আইন : ফয়েজ আহমদ
- কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়
- সরকারের কোলে একদল, কাঁধে আরেক দল : মির্জা আব্বাস
- চলতি মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের : সালাহউদ্দিন
- সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু
- মার্কিন কূটনীতিকদের বিদেশি নির্বাচন নিয়ে মতামত না দিতে নির্দেশ
- বাফুফের ফুটসাল ট্রায়াল শুরু রবিবার
- গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরও বাড়ল