তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর জন্য জাসদের দিকে আঙ্গুল তোলা অযৌক্তিক হবে বলে মন্তব্য করেছেন জাসদের অন্য অংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, ‘মন্ত্রিবিশেষের ‘‘অতি চাটুকারিতার জন্য’’ তাবৎ জাসদ সংগঠন ও নেতা-কর্মীদের ওপর আঙুল তোলা ‘‘অযৌক্তিক’’।’ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ক্ষেত্র তৈরির জন্য জাসদকে দায়ী করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের বক্তব্যের পরিপ্রেক্ষিতে এ যৌথ বিবৃতিতে দেন শরীফ নুরুল আম্বিয়া ও নাজমুল হক প্রধান। হাসানুল হক ইনুর নাম উল্লেখ না করে বিবৃতিতে বলা হয়, ‘সরকারের মন্ত্রিবিশেষের ভূমিকা, অতি চাটুকারিতা নিয়ে জাসদকর্মীরা এমনিতেই বিব্রত। উক্ত মন্ত্রীর ওই লজ্জাজনক ভূমিকার কারণে সরকার, আশরাফ সাহেব ও তাদের সহকর্মীরা বিরক্ত, বিব্রত, বিক্ষুব্ধ এবং উত্ত্যক্ত বোধ করলে তারা তো তা সমাধান করতেই পারেন। সে জন্য তাবৎ জাসদ সংগঠন, নেতা ও কর্মীদের ওপর আঙুল তোলা তো অযৌক্তিক এবং দুঃখজনক।’ আওয়ামী লীগের সঙ্গে দীর্ঘ সময়ের রাজনৈতিক মিত্রতার ইতিহাস তুলে ধরে আম্বিয়া ও প্রধানের বিবৃতিতে বলা হয়, ‘যে কথা আশরাফ সাহেব উল্লেখ করেছেন তা আমাদের বিস্মিত করেছে। ১৯৭২ থেকে ১৯৭৫ পর্যন্ত আওয়ামী লীগের সঙ্গে আমাদের সম্পর্ক নিয়ে বিতর্ক থাকতে পারে। জাসদসহ সকলের ভুল-ভ্রান্তি নিয়ে কথা বলা যেতে পারে। কিন্তু স্মরণ করা উচিত, আমরা আওয়ামী লীগের সঙ্গে ১০-দলীয়, ১৫-দলীয় জোট গঠন করে ইতিপূর্বে সামরিক শাসকদের বিরুদ্ধে ঐতিহাসিক সংগ্রাম করেছি।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘ঢালাও বক্তব্য দিয়ে তিনি যেসব বিতর্ক পুনরুজ্জীবিত করেছেন, তাকে আমরা অসময়োচিত এবং প্রকৃত সত্যকে আড়াল করার শামিল বলে মনে করি। বঙ্গবন্ধুকে খন্দকার মোশতাকের নেতৃত্বে এবং কোন কোন আওয়ামী নেতার মদদ নিয়ে হত্যা করা হয়েছিল, তা নতুন করে জনগণকে জানানোর কিছু আছে বলে আমরা মনে করি না। তার এ বক্তব্য অসময়োচিত, বিভ্রান্তিকর এবং জাসদকর্মীদের জন্য বিব্রতকর। বঙ্গবন্ধু দেশে ফেরার আগে জাসদপন্থিরা দেশকে ছিন্নভিন্ন করে ফেলার যে অভিযোগ উত্থাপন করেছেন, তা একান্তই কাল্পনিক ও অসত্য।’ আওয়ামী লীগের কিছু নেতা নিজেদের ‘রাজনৈতিক অক্ষমতা’ ঢাকার জন্য জাসদের ভুলত্রুটি খোঁজার চেষ্টা করে থাকেন বলেও মন্তব্য করা হয় বিবৃতিতে।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ