শিরোনাম
রবিবার, ১০ জুলাই, ২০১৬ ০০:০০ টা

নিশা দেশাই আসছেন আজ

নিজস্ব প্রতিবেদক

মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল আজ ঢাকায় আসছেন। দুই দিনের সফরে সকালে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। চলতি মাসের শেষে ঢাকা সফরের কথা ছিল নিশার। তবে গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় দেশি-বিদেশি নাগরিক হত্যা ও কিশোরগঞ্জে হামলার প্রেক্ষাপটে তার সফর এগিয়ে আনা হয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। তার এ সফরে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনের বিষয়টি প্রাধান্য পাবে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, সফরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এবং পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক ছাড়াও সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন নিশা দেশাই। সফরকালে গুলশানে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর সন্ত্রাসী হামলার বিষয় আলোচনায় প্রাধান্য পাবে। এছাড়া ঢাকায় মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের সাবেক কর্মকর্তা জুলহাস মান্নান হত্যাকাণ্ডের তদন্তের অগ্রগতি সম্পর্কেও আলোচনা হতে পারে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর