রাজধানীর পল্টন থানার নাশকতার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৭৪ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। একই সঙ্গে ৪ ডিসেম্বর সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। গতকাল ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলী মাসুদ সেখ অভিযোগ গঠনের এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুর রহমান খান কাজল সাংবাদিকদের জানান, শুনানির আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৩৮ আসামি আদালতে হাজির ছিলেন। এ সময় আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার চেয়েছেন। অন্য ৩৬ আসামি হাজির না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। এর ফলে এই অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। আসামি পক্ষের আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ জানান, অভিযোগ গঠনের আগে মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে আবেদন করা হয়েছিল। শুনানি শেষে বিচারক অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠন করেন। জানা গেছে, ২০১২ সালের ৯ ডিসেম্বর ১৮-দলীয় জোটের অবরোধ চলাকালে ফকিরাপুল থেকে পল্টনের ভিআইপি রোড এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় পল্টন থানার উপপরিদর্শক আবু তাহের ভূঁইয়া বাদী হয়ে মামলা করেন। পরে ঘটনার তদন্ত করে ২০১৪ সালের ২৮ জুলাই পল্টন থানার উপপরিদর্শক আবু জাফর মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৭৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আসামিদের মধ্যে রয়েছেন, সাইফুল ইসলাম, সাজেদুর রহমান, আবদুল আল মারুফ, ওমর ফারুক, ইকরাম, ওয়াসিম, মুক্তা, লিটন, ওয়াসিম খান মুক্তা, বি এম নাজিম, দেলোয়ার হোসেন মন্টু, ফাহাদ আল ফারাজী, আবদুল্লাহ আল মারুফ, মো. হাসান, আলাউদ্দিন, শাকিল ইসলাম, আমির হোসেন, শাখাওয়াত হোসেন শ্যামল, সুমন, রুবেল, মনিরুজ্জামান, মো. রহমত মাওলা, ইউসুফ হোসেন, মিজানুর রহমান, জাহিদুল ইসলাম, রবিউল ইসলাম, জাকির হোসেন, মোরশেদ আলম, আবুল কাশেম প্রমুখ।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        