তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, উন্নয়নের নামে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুেকন্দ্র নির্মাণ করে সুন্দরবন ধ্বংসের উন্মাদনা চালাচ্ছে সরকার। এ উন্মাদনা থেকে সরে আসতে দেশের স্বাধীন বিশেষজ্ঞরা বিজ্ঞানসম্মত তথ্য-উপাত্ত সরকারের সামনে তুলে ধরছে। এরপরেও সরকার এ প্রকল্প করার ব্যাপারে অনড়। গতকাল রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিজ্ঞান আন্দোলন মঞ্চ আয়োজিত ‘রামপাল প্রকল্পের বিশ্লেষণ ও বিশেষজ্ঞ মতামত’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আনু মুহাম্মদ বলেন, সরকারের পক্ষ থেকে রামপাল প্রকল্পের পক্ষে অনেক যুক্তি-তথ্য তুলে ধরেছে। ইউনেসকো এসব ‘কুযুক্তি’ আমলে নেয়নি। তারা এই প্রকল্প বন্ধের নির্দেশ দিয়েছে। এখনই রামপাল প্রকল্প বাতিলের সবচেয়ে ভালো সুযোগ পেতে পারে সরকার। দেশের বেশির ভাগ মানুষ ও বিশেষজ্ঞ এ প্রকল্পের বিরুদ্ধে। এ যুক্তি তুলে ধরে সরকার ভারতকে ‘না’ বলতে পারে। কেননা প্রকল্পের অর্থায়ন ও অন্যান্য অবকাঠামোর কাজ শুরু হয়ে গেলে তা থেকে সরে আসা কঠিন হবে। কারণ, বাংলাদেশ ও ভারতের মধ্যে যে যৌথ বিনিয়োগ চুক্তি রয়েছে, তাতে একটি রাষ্ট্র যদি মাঝপথে এসে মনে করে এর কারণে তার ক্ষতি হচ্ছে। তখন আর তার ফিরে আসার সুযোগ থাকবে না। বিজ্ঞান আন্দোলন মঞ্চের সভাপতি প্রকৌশলী ইমরান হামিম রুমনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বাসদ নেতা রাজেকুজ্জামান রতন, সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব আবদুল মতিন, অধ্যাপক আবুল বাশার, অধ্যাপক আবদুল আজিজ, পানি বিশেষজ্ঞ ড. ম ইনামুল হক, জ্বালানি বিশেষজ্ঞ বি ডি রহমতউল্লাহ প্রমুখ।
শিরোনাম
- কানাডায় ‘দেওয়ান গাজীর কিসসা’ মঞ্চায়নের ঘোষণা
- পোনা চাষে মাসে লাখ টাকা আয় বিশ্বনাথের দিলদারের
- যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা সৌদি যুবরাজের
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- আশুলিয়ায় মরদেহ পোড়ানোসহ সাত হত্যায় আজ সাক্ষ্যগ্রহণের ১৮তম দিন
- গুলিস্তানে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পাশের মার্কেটে আগুন
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- পরিচয় গোপন করে চ্যাটের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপে
- ঢাকার বাতাস আজ কতটা বিষাক্ত?
- ট্রুডো–কেটি পেরি'র প্রেম নিয়ে সাবেক স্ত্রী সোফির খোলামেলা মন্তব্য
- মুশফিকের শততম টেস্ট উদযাপনে যেসব আয়োজন করেছে বিসিবি
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’