তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, উন্নয়নের নামে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুেকন্দ্র নির্মাণ করে সুন্দরবন ধ্বংসের উন্মাদনা চালাচ্ছে সরকার। এ উন্মাদনা থেকে সরে আসতে দেশের স্বাধীন বিশেষজ্ঞরা বিজ্ঞানসম্মত তথ্য-উপাত্ত সরকারের সামনে তুলে ধরছে। এরপরেও সরকার এ প্রকল্প করার ব্যাপারে অনড়। গতকাল রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিজ্ঞান আন্দোলন মঞ্চ আয়োজিত ‘রামপাল প্রকল্পের বিশ্লেষণ ও বিশেষজ্ঞ মতামত’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আনু মুহাম্মদ বলেন, সরকারের পক্ষ থেকে রামপাল প্রকল্পের পক্ষে অনেক যুক্তি-তথ্য তুলে ধরেছে। ইউনেসকো এসব ‘কুযুক্তি’ আমলে নেয়নি। তারা এই প্রকল্প বন্ধের নির্দেশ দিয়েছে। এখনই রামপাল প্রকল্প বাতিলের সবচেয়ে ভালো সুযোগ পেতে পারে সরকার। দেশের বেশির ভাগ মানুষ ও বিশেষজ্ঞ এ প্রকল্পের বিরুদ্ধে। এ যুক্তি তুলে ধরে সরকার ভারতকে ‘না’ বলতে পারে। কেননা প্রকল্পের অর্থায়ন ও অন্যান্য অবকাঠামোর কাজ শুরু হয়ে গেলে তা থেকে সরে আসা কঠিন হবে। কারণ, বাংলাদেশ ও ভারতের মধ্যে যে যৌথ বিনিয়োগ চুক্তি রয়েছে, তাতে একটি রাষ্ট্র যদি মাঝপথে এসে মনে করে এর কারণে তার ক্ষতি হচ্ছে। তখন আর তার ফিরে আসার সুযোগ থাকবে না। বিজ্ঞান আন্দোলন মঞ্চের সভাপতি প্রকৌশলী ইমরান হামিম রুমনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বাসদ নেতা রাজেকুজ্জামান রতন, সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব আবদুল মতিন, অধ্যাপক আবুল বাশার, অধ্যাপক আবদুল আজিজ, পানি বিশেষজ্ঞ ড. ম ইনামুল হক, জ্বালানি বিশেষজ্ঞ বি ডি রহমতউল্লাহ প্রমুখ।
শিরোনাম
- নারীদের নিরাপত্তা ও সুরক্ষায় ৫ প্রতিশ্রুতি তারেক রহমানের
- ‘শততম’ ম্যাচে শতক হাঁকালেন লিটনও
- শুক্রবার মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
সুন্দরবন ধ্বংসের উন্মাদনায় সরকার
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর