অভিবাসী ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তগুলোকে মানবাধিকারের লঙ্ঘন বলে মনে করেন সাবেক রাষ্ট্রদূত ও কূটনীতিক মোহাম্মদ জমির। তিনি বলেন, যদিও ট্রাম্প বহির্বিশ্বে অস্থিতিশীল পরিবেশ তৈরির প্রক্রিয়ার সঙ্গে জড়িত দেশগুলোর সঙ্গেই কঠোর হচ্ছেন। তারপরও সাত দেশের মানুষকে যুক্তরাষ্ট্রে ঢুকতে না দেওয়ার বিষয়ে ট্রাম্পের সিদ্ধান্ত মানবাধিকারের লঙ্ঘন। যদি একান্তই প্রয়োজন হয়, তখন এ ধরনের সিদ্ধান্ত বাস্তবায়ন আরও ধীরে-সুস্থে নেওয়া উচিত। হঠাৎ করে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ঠিক নয়। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে মোহাম্মদ জমির এসব কথা বলেন। সাবেক এ রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার আগে যে সব নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং বিভিন্ন ইস্যুতে যে মন্তব্য করেছিলেন তার বাস্তবায়ন এখন করতে চাইছেন। হয়তো জনগণের কাছে তিনি প্রমাণ করতে চাইছেন যে, তিনি শুধু বড় প্রতিশ্রুতি দেন না কাজেও তার বাস্তবায়ন করেন। তিনি বলেন, ট্রাম্পের ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ (টিপিপি) থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত থেকে ধারণা করছি এর মাধ্যমে বিশ্ব অর্থনীতিতে এক ধরনের ক্ষতিকর প্রভাব পড়বে। ব্যবসা-বাণিজ্যে অস্থিরতা বৃদ্ধি পাবে। যদিও এই সিদ্ধান্ত গ্রহণের ফলে চীনের উপকৃত হওয়ার সম্ভাবনা আছে। তবে বাংলাদেশ টিপিপি থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত থেকে আপাতত লাভবান হতে পারে বলে ধারণা করা হলেও এটি নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। মোহাম্মদ জমির আরও বলেন, সিরিয়ায় শান্তি আনার জন্য রাশিয়া-তুরস্ক, কাজাখিস্তানে একটি বৈঠক করেছে। আর এই বৈঠকটির গৃহীত আলোচনা ট্রাম্পও গুরুত্ব সহকারে ভেবে দেখবেন বলে ধারণা করছি। একই সঙ্গে ইরানের ব্যাপারেও তিনি চিন্তা-ভাবনা করবেন বলে মনে করি। কারণ যুক্তরাষ্ট্র বহুদিন পর তার ‘টু চায়না’ পলিসি থেকে বের হয়ে এসেছে। আর ইতিমধ্যেই এমনকি ওবামা কেয়ার-এর বিষয়েও ট্রাম্প গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে তা বন্ধ করে দিয়েছেন।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
ট্রাম্পের এ সিদ্ধান্ত মানবাধিকার লঙ্ঘন
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর