মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

নতুন ইসি চাইলে সহায়তা করবে ইইউ

কূটনৈতিক প্রতিবেদক

নতুন ইসি চাইলে সহায়তা করবে ইইউ

নতুন নির্বাচন কমিশন আগামীতে ইউরোপিয়ান ইউনিয়নের কাছে সহায়তা চাইলে সেটি তারা বিবেচনা করবে। গতকাল ইইউ প্রতিনিধিদলের প্রধান পিয়েরে মায়াদুন নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতা আরও জোরদার করা হয়েছে। ২০২০ সাল পর্যন্ত নেওয়া পরিকল্পনা অনুসারে বাংলাদেশে ইইউ’র পক্ষ থেকে ৭০০ মিলিয়ন ইউরো অনুদান হিসেবে ব্যয় করা হবে। এসব অর্থ ব্যয় হবে বাংলাদেশের টেকসই উন্নয়ন, আর্থ সামাজিক উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করার বিভিন্ন প্রকল্পে। এটি আগের চেয়ে বেশি। ইইউ প্রতিনিধি দলের প্রধান পিয়েরে মায়াদুন বলেন,  ইইউ’র উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় জনসাধারণকে। সে হিসেবেই গত ডিসেম্বরে বাংলাদেশ ও ইইউ’র মধ্যে নতুন এ সহযোগিতার বিষয়ে চুক্তি হয়েছে।

 

সর্বশেষ খবর