বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য আমাদের আত্মত্যাগের ইতিহাসের কোনো তুলনা পৃথিবীতে নেই। আজ একুশে ফেব্রুয়ারি সারা পৃথিবীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে প্রতিষ্ঠিত। কিন্তু কোনো অর্জনই শেষ অর্জন নয়। অর্জনকে ধরে রাখার জন্য প্রতিনিয়ত অঙ্গীকারকে নবায়ন করতে হয়। ভাষার মর্যাদা রক্ষার লড়াই কখনো শেষ হয় না। বাংলা আমাদের রাষ্ট্রভাষা। কিন্তু বাংলা ভাষার উন্নয়ন, বিকাশ, সংরক্ষণ ও মান সমুন্নত রাখার জন্য এখনো আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। ভাষাকে জনগোষ্ঠীর স্বপ্ন, আকাঙ্ক্ষা ও উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত করতে হবে এবং সেটিই হবে ভাষার সাংস্কৃতিক অর্থনৈতিক ও সামাজিক মূল্যের স্মারক। ভাষা সংস্কৃতির বাহন। ভাষা সামাজিক ঐক্য ও বন্ধনেরও বাহন। ভাষার মাধ্যমে জাতির বন্ধন ও সৃজন শক্তির বহিঃপ্রকাশ ঘটে। সেজন্য নিজের ভাষার মর্যাদা সমুন্নত করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে পৃথিবীর অনেক ভাষা হুমকির সম্মুখীন। পৃথিবীতে প্রায় ৭ হাজার ভাষা আছে। বলা হয় যে, প্রতি ১৫ দিনে একটি ভাষার মৃত্যু হচ্ছে। ভাষার মৃত্যু মানে সভ্যতার মৃত্যু। ভাষার মৃত্যু মানে জনগোষ্ঠীর স্বপ্ন ও আকাঙ্ক্ষার মৃত্যু। ভাষা সংরক্ষণ ও বিপন্ন ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য ও লুপ্ত ভাষার পুনরুজ্জীবনে সমন্বিত উদ্যোগ গ্রহণ প্রয়োজন। বাংলাদেশে বাঙালি ছাড়া অনেক ক্ষুদ্র জনগোষ্ঠী রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বর্তমান সরকার অনেকগুলো উদ্যোগ নিয়েছে। বাংলা ভাষায় শিল্প সংস্কৃতি চর্চাকে এবং সৃজনশীল কাজকে উৎসাহিত করার পাশাপাশি ক্ষুদ্র জনগোষ্ঠীর ভাষার উন্নয়নের জন্য প্রচেষ্টা গ্রহণ করা হচ্ছে। তাদের ভাষায় পুস্তক রচিত হচ্ছে। এটি বর্তমান সরকারের একটি বড় উদ্যোগ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা-উত্তর বাংলাদেশে সরকারি দফতরে নথিপত্র ও অন্যান্য কার্যক্রমে বাংলা ভাষার ব্যবহার চালু করেছিলেন। জাতিসংঘে বাংলা ভাষায় বক্তৃতা দিয়ে তিনি আমাদের ভাষার মর্যাদাকে সমুন্নত করেছেন। পরবর্তীতে বাংলা ভাষা অফিস-আদালতে ব্যবহারের আইন হয়েছে। এখন সরকারি কাজের সর্বত্র বাংলা ব্যবহূত হচ্ছে। বানানের বিভ্রান্তি দূরীকরণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা একাডেমি প্রণীত প্রমিত বানান রীতি অনুসরণের নির্দেশ দিয়েছেন। তবে অনেক সময় আমরা দেখি সাইনবোর্ড, বিল বোর্ড, হোটেল রেস্তোরাঁয় বাংলার পরিবর্তে ইংরেজি ব্যবহূত হচ্ছে। বিভিন্ন মিডিয়াতে বাংলা বিকৃতভাবে উচ্চারিত হচ্ছে। বাংলা ভাষা অবহেলিত। এ এক ধরনের হীনমন্যতা। এ জন্য সবার সচেতন হওয়া দরকার। আমাদের নতুন প্রজন্ম অন্য ভাষা শিখবে তাতে আপত্তি নেই কিন্তু নিজের ভাষাকে অবশ্যই জানতে হবে। ভাষার শুদ্ধতা রক্ষার জন্যও কাজ করতে হবে। পৃথিবীতে বাংলাভাষাভাষীর সংখ্যা প্রায় ৩০ কোটি। বাংলা বিশ্বের অষ্টম বৃহত্তম ভাষা। আমরা আশাকরি একদিন বাংলা অন্যতম বিশ্ব ভাষায় পরিণত হবে। লেখক : কবি
শিরোনাম
- হাজার টাকায় চার থ্রিপিসের ঘোষণা দিয়ে খোলেনি শোরুম, ক্ষোভ ক্রেতাদের
- বন্দরের স্থাপনা ইজারা থেকে না সরলে কঠোর আন্দোলন হুঁশিয়ারি
- প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ, নির্বাচন প্রস্তুতি নিয়ে আলোচনা
- জাকেরকে নিয়ে মুখ খুললেন ফাহিম, জানালেন ব্যর্থতার কারণ
- স্বর্ণের দাম বেড়েছে
- টানা ডেস্কে কাজ করলে হাতব্যথা? জেনে নিন সহজ সমাধান
- আগামী নির্বাচনের বড় শক্তি তরুণ সমাজ : ইসরাফিল খসরু
- পুতিন আনলেন নতুন পারমাণবিক টর্পেডো ‘পসাইডন’, আতঙ্কে ইউরোপ
- ল্যুভরের পর এবার ফ্রান্সে সোনার কারখানায় দুঃসাহসিক চুরি
- শান্তই থাকছেন টেস্ট অধিনায়ক
- সিদ্ধিরগঞ্জে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ
- রাজধানীতে ৬ ঘণ্টায় ৩২ মিলিমিটার বৃষ্টি
- মিডিয়া ও তৃণমূলের সঙ্গে সম্পর্ক বাড়াতে বিএনপির ৭ টিম গঠন
- অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে গ্রেফতার ৪৫ বাংলাদেশি
- ‘ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে নির্বাচনী প্রচারণায় ঝাঁপিয়ে পড়তে হবে’
- এমআরআই করতে হবে সোহান-শরিফুলের
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৭০৯ মামলা
- ৭২-এর সংবিধান বাতিল করতে হবে : মামুনুল হক
- গাজীপুরে নদীপথে ব্যারিস্টার ইশরাক সিদ্দিকীর শোভাযাত্রা ও গণসংযোগ
- একটি দল সুকৌশলে নির্বাচন পেছানোর পাঁয়তারা করছে : দুলু
আ-মরি বাংলা ভাষা
এ লড়াই কখনো শেষ হয় না
কামাল চৌধুরী
Not defined
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর