রাজধানীর শাহজাহানপুরে রেলের পরিত্যক্ত নলকূপে পড়ে শিশু জিহাদেও মৃত্যুর মামলায় চার আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি দুই লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় বাকি দুজনকে খালাস দিয়েছেন বিচারক। গতকাল আসামিদের উপস্থিতিতে ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত চার আসামি হলেন ঠিকাদারি প্রতিষ্ঠান এসআর হাউসের মালিক আবদুস সালাম, রেলওয়ের উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, সহকারী প্রকৌশলী নাসির উদ্দিন ও ইলেকট্রিশিয়ান জাফর আহমেদ। এ ছাড়া খালাস পাওয়া দুজন হলেন রেলওয়ের সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম ও দীপক কুমার ভৌমিক। এ বিষয়ে সংশ্লিষ্ট আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর শওকত আলম সাংবাদিকদের জানান, এ মামলার বাদী শিশু জিহাদের বাবা নাসির উদ্দিন ফকির রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার আগে জামিনে থাকা ছয় আসামিও আদালতে হাজির হন। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত চার আসামিকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়। তিনি জানান, রায়ের আদেশে বিচারক বলেছেন, আসামিরা যথাযথ সাবধানতা অবলম্বন করলে এই দুর্ঘটনা ঘটত না। আসামিদের অবহেলার কারণেই শিশু জিহাদের মৃত্যু হয়েছে। তবে আসামিপক্ষের আইনজীবী মো. শাহীনুর ইসলাম বলেন, ‘এ মামলায় সাক্ষীরা আদালতে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। এ কারণে আমরা ন্যায়বিচার পাইনি। আমরা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।’ ২০১৪ সালের ২৬ ডিসেম্বর বিকালে শিশু জিহাদ পাইপের মধ্যে পড়ে গেলে গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে। রাতভর ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযানের পরদিন দুপুরে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ শিশুটি পাইপে নেই বলে ঘোষণা দেয়। এরপর কয়েকজন যুবক নিজস্ব প্রযুক্তির মাধ্যমে ওই পাইপ থেকেই শিশুটিকে উদ্ধার করে। ওই ঘটনায় জিহাদের বাবা নাসির উদ্দিন ফকির বাদী হয়ে ২০১৪ সালের ২৭ ডিসেম্বর একটি মামলা করেন। মামলাটি অধিকতর তদন্তের পর ডিবি পুলিশ গত বছরের ৩১ মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে চার্জশিট দাখিল করে। এরপর গত বছরের ৪ অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত।
শিরোনাম
- একাত্তরের পরাজিত শত্রুরা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে: সেলিমুজ্জামান
- বগুড়ায় বিএফএ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিদ্যুৎ বয়েজ ক্লাব
- ধূসর হয়ে পড়েছে যে স্বপ্ন
- সংকোচনমুখী মুদ্রানীতি বিপর্যয়ে বেসরকারি খাত
- গণভোট নয়, সুষ্ঠু নির্বাচনই দেশের একমাত্র প্রয়োজন: তৃপ্তি
- সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্যের মৃত্যু
- হিন্দুদের কিছু হবার আগে আমি ঢাল হয়ে দাঁড়াবো: টুকু
- প্রেজেন্টেশন বানিয়ে দেবে গুগলের জেমিনাই
- জুভেন্টাসের কোচের দায়িত্ব পেলেন স্পালেত্তি
- শিরোনামহীনের নতুন গান ‘ক্লান্ত কফিশপ’
- চুরি বা নকল ফোন আর চলবে না দেশের নেটওয়ার্কে
- সংকট থেকে উত্তরণের পথ সরকারকেই খুঁজে বের করতে হবে : মির্জা ফখরুল
- ব্লাড ক্যান্সারে আক্রান্ত হাইমচর থানার ওসি মহিউদ্দিন আর নেই
- স্বাস্থ্য সহকারীরা স্বাস্থ্যখাতের সুনাম অর্জনের মূল কারিগর : ডা. জাহিদ
- রাতেই যেসব জেলায় ঝড়ের আভাস
- জিয়াউর রহমান খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে উন্নয়নের সূচনা করেছিলেন : বাবুল
- যাত্রাবাড়ীতে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ নবীউল্লাহ নবীর
- বিএনপির ৩১ দফা বাস্তবায়নে নিয়ামতপুরে কর্মীসভা অনুষ্ঠিত
- জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির আহ্বায়কের পদত্যাগ
- ধর্মীয় মূল্যবোধকে সম্মান করা উচিত: এ্যানি
পাইপে পড়ে শিশু জিহাদের মৃত্যু
চারজনের ১০ বছর করে কারাদণ্ড
আদালত প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর