রাজধানীর শাহজাহানপুরে রেলের পরিত্যক্ত নলকূপে পড়ে শিশু জিহাদেও মৃত্যুর মামলায় চার আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি দুই লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় বাকি দুজনকে খালাস দিয়েছেন বিচারক। গতকাল আসামিদের উপস্থিতিতে ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত চার আসামি হলেন ঠিকাদারি প্রতিষ্ঠান এসআর হাউসের মালিক আবদুস সালাম, রেলওয়ের উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, সহকারী প্রকৌশলী নাসির উদ্দিন ও ইলেকট্রিশিয়ান জাফর আহমেদ। এ ছাড়া খালাস পাওয়া দুজন হলেন রেলওয়ের সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম ও দীপক কুমার ভৌমিক। এ বিষয়ে সংশ্লিষ্ট আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর শওকত আলম সাংবাদিকদের জানান, এ মামলার বাদী শিশু জিহাদের বাবা নাসির উদ্দিন ফকির রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার আগে জামিনে থাকা ছয় আসামিও আদালতে হাজির হন। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত চার আসামিকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়। তিনি জানান, রায়ের আদেশে বিচারক বলেছেন, আসামিরা যথাযথ সাবধানতা অবলম্বন করলে এই দুর্ঘটনা ঘটত না। আসামিদের অবহেলার কারণেই শিশু জিহাদের মৃত্যু হয়েছে। তবে আসামিপক্ষের আইনজীবী মো. শাহীনুর ইসলাম বলেন, ‘এ মামলায় সাক্ষীরা আদালতে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। এ কারণে আমরা ন্যায়বিচার পাইনি। আমরা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।’ ২০১৪ সালের ২৬ ডিসেম্বর বিকালে শিশু জিহাদ পাইপের মধ্যে পড়ে গেলে গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে। রাতভর ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযানের পরদিন দুপুরে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ শিশুটি পাইপে নেই বলে ঘোষণা দেয়। এরপর কয়েকজন যুবক নিজস্ব প্রযুক্তির মাধ্যমে ওই পাইপ থেকেই শিশুটিকে উদ্ধার করে। ওই ঘটনায় জিহাদের বাবা নাসির উদ্দিন ফকির বাদী হয়ে ২০১৪ সালের ২৭ ডিসেম্বর একটি মামলা করেন। মামলাটি অধিকতর তদন্তের পর ডিবি পুলিশ গত বছরের ৩১ মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে চার্জশিট দাখিল করে। এরপর গত বছরের ৪ অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত।
শিরোনাম
- শান্তি প্রস্তাব মেনে নিতে ইউক্রেনকে সময় বেঁধে দিলেন ট্রাম্প
- মামদানিকে ট্রাম্পের অভিনন্দন, বৈঠককে বললেন ‘দারুণ ও ফলপ্রসূ’
- ফাইনালে পাকিস্তানকে পেল বাংলাদেশ
- ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
পাইপে পড়ে শিশু জিহাদের মৃত্যু
চারজনের ১০ বছর করে কারাদণ্ড
আদালত প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর