প্রধানমন্ত্রীর দফতরের এসডিজি-বিষয়ক প্রধান সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ বলেছেন, ‘আমাদের শিক্ষার মান নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। তবে জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি)-২০৩০ অর্জনে শিক্ষাক্ষেত্রে আমরা অনেক দূর এগিয়েছি। অনেক দেশের চেয়েও আমরা ভালো করেছি।’ গতকাল রাজধানীর বেনবেইস কার্যালয় মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শিক্ষাক্ষেত্রে এসডিজি-২০৩০ শীর্ষক আলোচনা ও বৈশ্বিক শিক্ষা পরিবীক্ষণ প্রতিবেদন-২০১৬ প্রকাশ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে ইউনেস্কো ও বাংলাদেশ ন্যাশনাল কমিশন ফর ইউনেস্কো। আবুল কালাম আজাদ বলেন, ‘শিশুদের শিক্ষার আওতায় আনা ও ঝরে পড়া রোধে আমরা অনেক সফলতা অর্জন করেছি। কিন্তু শিক্ষার মান অর্জনের জন্য অনেক ঘাটতি রয়েছে। মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে আরও কাজ করতে হবে।’ তিনি বলেন, ‘বিশ্বের সব দেশ এসডিজি অর্জনে কাজ করছে। আমাদেরও কাজ চলছে। কাজের অগ্রগতিও আশাব্যঞ্জক। শিক্ষা খাত নিয়ে আমরা অনেক কাজ করছি। সারা দেশে শিক্ষা খাত নিয়ে বিশাল পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্য অনুযায়ী কর্মপরিকল্পনা সাজালে আমরা লক্ষ্যে পৌঁছাতে পারব। এ জন্য চলতি মাসের মধ্যেই একটা কর্মপরিকল্পনা তৈরি করতে হবে। শুধু শিক্ষা খাত নয়, দারিদ্র্য, পুষ্টিহীনতা, নারীর ক্ষমতায়ন, যোগাযোগ ব্যবস্থাসহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা নিয়ে কাজ হচ্ছে। যে মানের কথা আমরা বলছি, এর জন্যও কাজ হচ্ছে। আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বই। এমন মানসিকতা নিয়ে এগিয়ে গেলে পৃথিবীর কোনো শক্তিই আমাদের থামিয়ে রাখতে পারবে না।’ এ সময় বৈশ্বিক শিক্ষা পরিবীক্ষণ প্রতিবেদন-২০১৬-এর সারসংক্ষেপ উপস্থাপন করেন ইউনেস্কো ব্যাংককের প্রতিনিধি মাকি হায়াসিকাওয়া। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন, ইউনেস্কো বাংলাদেশের প্রধান বিয়ারটিস কার্লুন প্রমুখ।
শিরোনাম
- ছেলের পরকীয়া ঠেকাতে মা ফোন করে বলেন বিমানে বোমা আছে: র্যাব
- নদীর এই বাঁধ দিয়ে বন্যা ঠেকানো সম্ভব নয় : দুর্যোগ উপদেষ্টা
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা অব্যাহত থাকবে
- সিরিয়ার বিস্তীর্ণ কৃষিজমিতে আগুন ধরিয়ে দিল ইসরায়েলি বাহিনী
- মার্কিন নাগরিককে পিটিয়ে হত্যা ইসরায়েলি বসতি স্থাপনকারীদের
- পাশবিক এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে : আসিফ নজরুল
- গাজাকে শিশুদের কবরস্থান বানাচ্ছে ইসরায়েল: জাতিসংঘ
- ইসরায়েলের ড্রোন হামলায় লেবাননে হতাহত ৬
- গাজায় ত্রাণ নিতে গিয়ে দুই মাসে নিহত ৭৯৮ ফিলিস্তিনি
- হাসিনাকন্যা পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালি
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১২ জুলাই)
- জাতীয়তাবাদের উদ্বিগ্ন হৃদয়
- রেকর্ড বইয়ের পাতায় ইংল্যান্ডের স্মিথ
- বিএনপির আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস-বর্বরতার কোনো সম্পর্ক নেই : মির্জা ফখরুল
- রাজধানীর মিরপুর থেকে ৫০টি দেশীয় বন্যপ্রাণী উদ্ধার
- ভিন্নমত থাকবে, কিন্তু অপরের মতকে সম্মান করতে হবে : আমীর খসরু
- ভারতের হয়ে যে রেকর্ড এখন শুধুই বুমরাহর
- বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলির ঘটনায় ১০ নেতা বহিষ্কার
- পদ্মার ভাঙনে জাজিরায় দিশেহারা কয়েক হাজার মানুষ
প্রশ্ন রয়েছে শিক্ষার মান নিয়ে
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর