প্রধানমন্ত্রীর দফতরের এসডিজি-বিষয়ক প্রধান সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ বলেছেন, ‘আমাদের শিক্ষার মান নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। তবে জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি)-২০৩০ অর্জনে শিক্ষাক্ষেত্রে আমরা অনেক দূর এগিয়েছি। অনেক দেশের চেয়েও আমরা ভালো করেছি।’ গতকাল রাজধানীর বেনবেইস কার্যালয় মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শিক্ষাক্ষেত্রে এসডিজি-২০৩০ শীর্ষক আলোচনা ও বৈশ্বিক শিক্ষা পরিবীক্ষণ প্রতিবেদন-২০১৬ প্রকাশ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে ইউনেস্কো ও বাংলাদেশ ন্যাশনাল কমিশন ফর ইউনেস্কো। আবুল কালাম আজাদ বলেন, ‘শিশুদের শিক্ষার আওতায় আনা ও ঝরে পড়া রোধে আমরা অনেক সফলতা অর্জন করেছি। কিন্তু শিক্ষার মান অর্জনের জন্য অনেক ঘাটতি রয়েছে। মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে আরও কাজ করতে হবে।’ তিনি বলেন, ‘বিশ্বের সব দেশ এসডিজি অর্জনে কাজ করছে। আমাদেরও কাজ চলছে। কাজের অগ্রগতিও আশাব্যঞ্জক। শিক্ষা খাত নিয়ে আমরা অনেক কাজ করছি। সারা দেশে শিক্ষা খাত নিয়ে বিশাল পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্য অনুযায়ী কর্মপরিকল্পনা সাজালে আমরা লক্ষ্যে পৌঁছাতে পারব। এ জন্য চলতি মাসের মধ্যেই একটা কর্মপরিকল্পনা তৈরি করতে হবে। শুধু শিক্ষা খাত নয়, দারিদ্র্য, পুষ্টিহীনতা, নারীর ক্ষমতায়ন, যোগাযোগ ব্যবস্থাসহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা নিয়ে কাজ হচ্ছে। যে মানের কথা আমরা বলছি, এর জন্যও কাজ হচ্ছে। আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বই। এমন মানসিকতা নিয়ে এগিয়ে গেলে পৃথিবীর কোনো শক্তিই আমাদের থামিয়ে রাখতে পারবে না।’ এ সময় বৈশ্বিক শিক্ষা পরিবীক্ষণ প্রতিবেদন-২০১৬-এর সারসংক্ষেপ উপস্থাপন করেন ইউনেস্কো ব্যাংককের প্রতিনিধি মাকি হায়াসিকাওয়া। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন, ইউনেস্কো বাংলাদেশের প্রধান বিয়ারটিস কার্লুন প্রমুখ।
শিরোনাম
- নারীদের নিরাপত্তা ও সুরক্ষায় ৫ প্রতিশ্রুতি তারেক রহমানের
- ‘শততম’ ম্যাচে শতক হাঁকালেন লিটনও
- শুক্রবার মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
প্রশ্ন রয়েছে শিক্ষার মান নিয়ে
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর