প্রধানমন্ত্রীর দফতরের এসডিজি-বিষয়ক প্রধান সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ বলেছেন, ‘আমাদের শিক্ষার মান নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। তবে জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি)-২০৩০ অর্জনে শিক্ষাক্ষেত্রে আমরা অনেক দূর এগিয়েছি। অনেক দেশের চেয়েও আমরা ভালো করেছি।’ গতকাল রাজধানীর বেনবেইস কার্যালয় মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শিক্ষাক্ষেত্রে এসডিজি-২০৩০ শীর্ষক আলোচনা ও বৈশ্বিক শিক্ষা পরিবীক্ষণ প্রতিবেদন-২০১৬ প্রকাশ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে ইউনেস্কো ও বাংলাদেশ ন্যাশনাল কমিশন ফর ইউনেস্কো। আবুল কালাম আজাদ বলেন, ‘শিশুদের শিক্ষার আওতায় আনা ও ঝরে পড়া রোধে আমরা অনেক সফলতা অর্জন করেছি। কিন্তু শিক্ষার মান অর্জনের জন্য অনেক ঘাটতি রয়েছে। মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে আরও কাজ করতে হবে।’ তিনি বলেন, ‘বিশ্বের সব দেশ এসডিজি অর্জনে কাজ করছে। আমাদেরও কাজ চলছে। কাজের অগ্রগতিও আশাব্যঞ্জক। শিক্ষা খাত নিয়ে আমরা অনেক কাজ করছি। সারা দেশে শিক্ষা খাত নিয়ে বিশাল পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্য অনুযায়ী কর্মপরিকল্পনা সাজালে আমরা লক্ষ্যে পৌঁছাতে পারব। এ জন্য চলতি মাসের মধ্যেই একটা কর্মপরিকল্পনা তৈরি করতে হবে। শুধু শিক্ষা খাত নয়, দারিদ্র্য, পুষ্টিহীনতা, নারীর ক্ষমতায়ন, যোগাযোগ ব্যবস্থাসহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা নিয়ে কাজ হচ্ছে। যে মানের কথা আমরা বলছি, এর জন্যও কাজ হচ্ছে। আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বই। এমন মানসিকতা নিয়ে এগিয়ে গেলে পৃথিবীর কোনো শক্তিই আমাদের থামিয়ে রাখতে পারবে না।’ এ সময় বৈশ্বিক শিক্ষা পরিবীক্ষণ প্রতিবেদন-২০১৬-এর সারসংক্ষেপ উপস্থাপন করেন ইউনেস্কো ব্যাংককের প্রতিনিধি মাকি হায়াসিকাওয়া। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন, ইউনেস্কো বাংলাদেশের প্রধান বিয়ারটিস কার্লুন প্রমুখ।
শিরোনাম
- ‘গণতন্ত্রের চর্চা হোক ক্লাসরুম থেকে’ স্লোগানে চবি রাজনীতি বিজ্ঞান বিভাগে সিআর নির্বাচন
- নির্বাচন ও গণভোটের বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না: অর্থ উপদেষ্টা
- রংপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭
- মালয়েশিয়ায় বন্যা: শাহ আলমের আশেপাশে বেশ কয়েকটি সড়ক বন্ধ, ভ্রমণে ঝুঁকি
- সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় গাইলেন বাপ্পা মজুমদার ও কোনাল
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- নগদ টাকার লেনদেন কমাতে পারলে দুর্নীতি কমে আসবে: গভর্নর
- প্রথমবারের মতো ভাড়াটিয়া-বাড়িমালিকদের নিয়ে বসছে ডিএনসিসি
- অন্যস্বর টরন্টোর আয়োজনে অভিনেত্রী শান্তা ইসলামের সঙ্গে কথোপকথন
- বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হবে দক্ষিণ এশিয়া: বিশ্বব্যাংক
- সাক্ষী না আসায় পিছিয়েছে আবু সাঈদ হত্যা মামলার শুনানি
- ৭৫ দেশের ২৫০টি সিনেমা নিয়ে ঢাকায় উৎসব
- তিন আর্জেন্টাইনের দাপটে ফাইনালে মায়ামি
- চোর সন্দেহে গণপিটুনীতে যুবক নিহত, আহত ৩
- সিডনিতে সাবেক এআইইউবিয়ানদের গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত
- জামিন পেলেন ঢাবি শিক্ষক হাফিজুর রহমান কার্জন
- বাউফলে জাল দলিল তৈরির দায়ে যুবকের কারাদণ্ড
- ৪৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া
- অন্তর্বর্তী সরকার ভালো দৃষ্টান্ত রেখে যাবে: পরিবেশ উপদেষ্টা
- কানাডা সহজ করেছে নাগরিকত্ব পাওয়ার নিয়ম