তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, যারা জোর খাটিয়ে ছুটিতে পাঠানোর অভিযোগ করেছেন— তারা মূলত প্রধান বিচারপতিকে অপমান করেছেন, অসম্মান করেছেন। প্রধান বিচারপতি এস কে সিনহা পাগলও নন, শিশুও নন, নাবালকও নন। তাকে জোর করে ছুটিতে পাঠানো হয়নি। এখানে জোর খাটানোর কোনো কিছু নেই। তা ছাড়া নির্বাহী বিভাগ এটা করতে পারে না। তিনি স্বেচ্ছায় ছুটিতে গেছেন। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মাঠগুলো অবৈধ দখলের হাত থেকে মুক্ত করার দাবিতে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। তিনি আরও বলেন, একটি দেশের প্রধান বিচারপতি সাংবিধানিকভাবে ক্ষমতার অধিকারী হয়ে থাকেন। তারা অনেক আইন-কানুন বুঝে রায় দেন। সেই রায় সবাইকে মানতে হয়। এত ক্ষমতার অধিকারী একজন ব্যক্তিকে জোর করে ছুটিতে পাঠানোর অভিযোগ ভিত্তিহীন। কীভাবে এ অভিযোগ তোলা হয় সেটা আমার বোধগম্য নয়। কিন্তু তার ছুটির বিষয়টি নিয়েও বিএনপি গভীর ষড়যন্ত্র করছে। হাসানুল হক ইনু বলেন, আসলে দেশের বড় শত্রু বিএনপি নেতারাই। তারা সব সময় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন। দলটির নেত্রী বেগম খালেদা জিয়া নিজে নিজের মামলায় ফেঁসে গেছেন। সেই মামলার পরোয়ানা জারির প্রতিবাদ যারা করেন তারা গণতন্ত্রে বিশ্বাসী নন। মানববন্ধনে ঢাকা মহানগর (দক্ষিণ) জাসদের আহ্বায়ক মীর হোসাইন আকতারের সভাপতিত্বে বক্তব্য দেন মহানগর নেতা হাবিবুর রহমান শওকত, নাদের চৌধুরী, নুরুল আখতার ও আফরোজা হক রীনা।
শিরোনাম
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
- মাটিরাঙ্গায় ইমাম–ওলামাদের নিয়ে বিএনপির মতবিনিময় সভা
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকের শাখা থেকে ৩ ককটেল উদ্ধার
- তারুণ্যের উৎসবে বারি’র প্রযুক্তি প্রদর্শনী ও কর্মশালা
- রংপুর বিভাগের ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল
- সাগরপথে মানবপাচারের প্রস্তুতিকালে আটক ৪
- হাসিনা-রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত
- উত্তর কুয়েতে ৭,৭০০ বছরের প্রাচীন ভাটির সন্ধান
- দুই লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার
- তরুণ প্রজন্ম দেশকে উদ্যোক্তা বান্ধব রাষ্ট্রে পরিণত করবে : প্রাথমিক উপদেষ্টা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চার জনের মৃত্যু, হাসপাতালে ৯২০
- কান্নার শব্দে ধান ক্ষেত থেকে উদ্ধার হলো ২ দিনের নবজাতক
- ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ৫ ব্যাংক একীভূত করার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
- ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের আরও ৫ নেতাকর্মী গ্রেপ্তার
প্রধান বিচারপতি নাবালক নন
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর