তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, যারা জোর খাটিয়ে ছুটিতে পাঠানোর অভিযোগ করেছেন— তারা মূলত প্রধান বিচারপতিকে অপমান করেছেন, অসম্মান করেছেন। প্রধান বিচারপতি এস কে সিনহা পাগলও নন, শিশুও নন, নাবালকও নন। তাকে জোর করে ছুটিতে পাঠানো হয়নি। এখানে জোর খাটানোর কোনো কিছু নেই। তা ছাড়া নির্বাহী বিভাগ এটা করতে পারে না। তিনি স্বেচ্ছায় ছুটিতে গেছেন। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মাঠগুলো অবৈধ দখলের হাত থেকে মুক্ত করার দাবিতে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। তিনি আরও বলেন, একটি দেশের প্রধান বিচারপতি সাংবিধানিকভাবে ক্ষমতার অধিকারী হয়ে থাকেন। তারা অনেক আইন-কানুন বুঝে রায় দেন। সেই রায় সবাইকে মানতে হয়। এত ক্ষমতার অধিকারী একজন ব্যক্তিকে জোর করে ছুটিতে পাঠানোর অভিযোগ ভিত্তিহীন। কীভাবে এ অভিযোগ তোলা হয় সেটা আমার বোধগম্য নয়। কিন্তু তার ছুটির বিষয়টি নিয়েও বিএনপি গভীর ষড়যন্ত্র করছে। হাসানুল হক ইনু বলেন, আসলে দেশের বড় শত্রু বিএনপি নেতারাই। তারা সব সময় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন। দলটির নেত্রী বেগম খালেদা জিয়া নিজে নিজের মামলায় ফেঁসে গেছেন। সেই মামলার পরোয়ানা জারির প্রতিবাদ যারা করেন তারা গণতন্ত্রে বিশ্বাসী নন। মানববন্ধনে ঢাকা মহানগর (দক্ষিণ) জাসদের আহ্বায়ক মীর হোসাইন আকতারের সভাপতিত্বে বক্তব্য দেন মহানগর নেতা হাবিবুর রহমান শওকত, নাদের চৌধুরী, নুরুল আখতার ও আফরোজা হক রীনা।
শিরোনাম
- নিকট ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা রয়েছে
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৪ নভেম্বর)
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর