বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

পরীক্ষার আধিক্যে ফাঁসে উৎসাহ

—সিরাজুল ইসলাম চৌধুরী

পরীক্ষার আধিক্যে ফাঁসে উৎসাহ

বিশিষ্ট শিক্ষাবিদ ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, পাবলিক পরীক্ষার আধিক্যের কারণেই প্রশ্নফাঁস হচ্ছে। অপ্রয়োজনীয় এসব পাবলিক পরীক্ষার কারণেই প্রশ্নফাঁসের পাশাপাশি কোচিং বাণিজ্যও উৎসাহিত হচ্ছে।

ভালো ফলাফলকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি বলেন, এসব পরীক্ষাকে এত গুরুত্ব দেওয়া ঠিক নয়। শেখার থেকে পরীক্ষায় ভালো ফল করাই এখন বড় হয়ে দাঁড়িয়েছে। দেশে এত পরীক্ষার কোনো প্রয়োজন নাই। গতকাল প্রতিবেদকের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এ অধ্যাপক আরও বলেন, প্রশ্নফাঁসকে ব্যবসা হিসেবে নিয়েই একটি চক্র এর সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়েছে। তাদের উপযুক্ত শাস্তির আওতায় আনার কোনো বিকল্প নেই। প্রশ্নফাঁসের বিষয়টি দিন দিন সংস্কৃতির মধ্যে ঢুকে পড়েছে। একের পর এক নতুন কায়দায় প্রশ্নপত্র ফাঁস করা হচ্ছে। পরীক্ষার আগে প্রশ্ন পেয়ে অল্প বয়সে প্রতারণা করা শিখছে কোমলমতি ছাত্র-ছাত্রীরা। প্রশ্নফাঁসের সঙ্গে অনেক শিক্ষক জড়িত উল্লেখ করে এ শিক্ষাবিদ বলেন, এ শিক্ষকরা জানেন প্রশ্নফাঁস করা অনৈতিক। এটা জেনেও তারা এ অনৈতিক কর্মটি করে থাকেন। পরীক্ষার আগে প্রশ্ন পাওয়ায় ছাত্র-ছাত্রীদের মধ্যে ফাঁকি দেওয়ার প্রবণতা বাড়ছে। এটা চলতে থাকলে জাতির মেরুদণ্ড দুর্বল হয়ে যাবে। চুরি, ডাকাতির চেয়েও প্রশ্নফাঁস ভয়াবহ উল্লেখ করে সিরাজুল ইসলাম বলেন, প্রশ্নফাঁস বন্ধে সামাজিক ঘৃণাও জরুরি। অভিভাবকদের এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

সর্বশেষ খবর